শেষ আপডেট: 27th September 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য বিদ্যুৎবণ্টন দফতর।
ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুনীলদেব অধিকারী। তিনি তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য। অতীতে সুনীলবাবুর স্ত্রী নিলীমাদেবী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, এফআইআর দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছেন ওই তৃণমূল নেতা। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে শাসকদলকে কটাক্ষ করে বিজেপির স্থানীয় নেতারা বলছেন, 'গরু, কয়লা, কাটমানি তো ছিলই, এখন তৃণমূলের নেতারা বিদ্যুৎও চুরি করছে!' বিষয়টি নিয়ে শাসকদলের স্থানীয় নেতারা অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।
সূত্রের খবর, মাতঙ্গিনী ব্লকে সম্প্রতি বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল। তদন্ত নেমে বিদ্যুৎ দফতরের কর্তারা দেখেন, নানা উপায়ে বিদ্যুৎ চুরি হচ্ছে। কেউ সরাসরি রাস্তার বৈদ্যুতক খুঁটির তার থেকে হুকিং করে বিদ্যুৎ চুরি করছেন তো কেউ মিটারে কারচুপি করছেন। সূত্রের দাবি, এ ক্ষেত্রে বিদ্যুৎ দফতরের নজরে রয়েছে মিটার রিডারদের একাংশও।
জানা যাচ্ছে, বিদ্যুৎ চুরি ঠেকাতে সম্প্রতি ওই ব্লকে অভিযানে নেমেছিল বিদ্যুৎবণ্টন দফতর। এরপরই তৃণমূল নেতা সুনীলদেব অধিকারীর বাড়ি থেকে বিদ্যুৎ হুকিংয়ের প্রমাণ মেলে।
স্থানীয়দের অভিযোগ, নিজে পঞ্চায়েতে এবং স্ত্রী পঞ্চায়েত সমিতির পদে থাকায় সেই প্রভাবকে কাজে লাগিয়ে বছরের পর বছর হুকিং করেই ওই নেতার বাড়িতে চলছিল ফ্যান, আলো, ফ্রিজ। এরপরই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিদ্যুৎ দফতর। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত নেতা পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।