শেষ আপডেট: 28th August 2022 11:51
দ্য ওয়াল ব্যুরো: পরিবারের লোকজন (family) দেশ ছেড়ে যাচ্ছিলেন (Leaving)। বিমানে (flight)করে দুবাই (dubai) যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু তাতে খুশি ছিল না ৪৩ বছর বয়সি রঞ্জিত। তাই বাড়ির লোকের বিদেশ চলে যাওয়া আটকাতে মদ্যপ অবস্থায় (Drunk) বিমানসংস্থায় ফোন করে ভুয়ো বোমাতঙ্ক (Hoax Bomb hreat) ছড়াল সে। তার জেরেই ৬ ঘন্টা দেরিতে (delay) শুরু হল উড়ান!
ঘটনাটি ঘটেছে আন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি বিমানে। শনিবার সকাল ৭.৩০ নাগাদ ছাড়ার কথা ছিল বিমানটির। কিন্তু কন্ট্রোল রুমে হঠাতই ফোন আসে, বিমানে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে উড়ান স্থগিত করে দেওয়া হয়। বিমানবন্দর পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছায় সেখানে। চিরুনি তল্লাশি চালানো হয় বিমানটির ভিতর। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি।
১৮০ জন যাত্রীকে নিয়ে দুবাই যাওয়ার কথা ছিল বিমানটির। নির্ধারিত সময়ের প্রায় ৬ ঘণ্টা পর, দুপুর ১২টায় শেষমেশ রওনা হয় বিমানটি। তদন্তে নেমে পুলিশ অল্প সময়েই রঞ্জিতের সন্ধান পায়। জানা যায়, ওই বিমানেই দুবাই চলে যাওয়ার কথা ছিল তার বাড়ির লোকের। কিন্তু সকলের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না সে। তাই তাঁদের আটকাতে মদ্যপান করে এই কীর্তি ঘটিয়েছে সে।
হাতেনাতে ধরা পড়েছিল! ঘুষের টাকা গিলে ফেলল কেরলের সরকারি ইঞ্জিনিয়ার