শেষ আপডেট: 16th March 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: বাড়ির অমতে বিয়ে (Marriage) করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ (Funeral) করলেন পরিবারের লোকজন। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়ার (Chopra) সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
শনিবারের এই ঘটনা নিয়ে মেয়ের বাড়ির লোকজন জানিয়েছেন, তাঁদের অমতে গিয়ে বিয়ে করায় সামাজিক মর্যাদা নষ্ট করেছে মেয়ে। সম্মানহানীও হয়েছে। আর ঠিক সেই কারণেই মেয়ে মারা গেছে মনে করে শ্রাদ্ধের অনুষ্ঠান করেছেন তাঁরা।
পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম সারেন তাঁরা। পাশাপাশি গ্রামবাসী ও আত্মীয়স্বজনদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখা হয়।
গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান ওই তরুণী। তারপর বিয়েও করেন। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়।
গ্রামবাসীদের বক্তব্য, আচার অনুষ্ঠানে মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সকলেরই মত, বাড়ির অমতে বিয়ে করে মেয়েটি গোটা গ্রাম তথা এলাকার মর্যাদা নষ্ট করেছে। এহেন পদক্ষেপের পর গ্রামের আর কেউ পালিয়ে বিয়ে করার কথা ভাবতে পারবে না বলেই মনে করছেন তাঁরা।