অভিযোগ, মেয়েকে মেরে শরীরে কালশিটে দাগ ফেলে দেওয়ার পর মা চেয়েছিলেন, মেয়ে তার প্রেমিকের বিরুদ্ধেই থানায় মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করুক! না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 21 May 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশি মধ্যস্থতায় বাড়ি ফিরলেও সম্পর্কের কথা মানতে চায়নি মা। অভিযোগ, মেয়েকে মেরে শরীরে কালশিটে দাগ ফেলে দেওয়ার পর মা চেয়েছিলেন, মেয়ে তার প্রেমিকের বিরুদ্ধেই থানায় মিথ্যে ধর্ষণের মামলা (False rape case) দায়ের করুক! না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।
হরিহরপাড়া থানার ঘটনা। নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই নাবালিকার মা গেনুফা বিবি ও কাকু গাফফার খানকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় দাঁড়িয়ে নাবালিকা বলেন, "মা ও কাকু জোর করে থানায় নিয়ে এসে প্রেমিকের বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করাতে চেয়েছিল। থানায় আসার পর পুলিশ আমার প্রেমিককেও ধরে আনে। এরপরই আইসিকে আমি সত্যিটা বলি। যে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। মা মারধর করেছে।"
নাবালিকার আরও অভিযোগ, "মা চেয়েছিল, প্রেমিকের সঙ্গে যেন সম্পর্ক না রাখি। পরিবর্তে মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করি। তাতে রাজি না হওয়াতেই মা এই চক্রান্ত করেছিল। পুলিশ সাহায্য করায় সেটা থেকে রক্ষা পেলাম। আমি চাই, এই ঘৃণ্য ষড়যন্ত্রের জন্য মা ও কাকু শাস্তি পাক।"
পুলিশ জানিয়েছে, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার মা ও কাকুকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত মা ও কাকুর কঠোরতম শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।