শেষ আপডেট: 29th July 2024 21:06
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (সিএপিএফ) নিয়োগের অভিযোগ উঠেছিল। এর ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার দাবিতে মামলা রুজু হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই নিয়ে বিশেষ নির্দেশ দিল আদালত। আপাতত গোটা প্রক্রিয়া স্থগিত না করা হলেও, দু'বছরের নিয়োগ বাবদ ৩৬+৩ অর্থাৎ ৩৯টা পদ ফাঁকা রেখে প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে কমিশন।
আজ, সোমবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এই নির্দেশের ফলে ২০২১ এবং ২০২২ সালের প্রায় সাড়ে ৯ হাজার পদে নিয়োগ প্রক্রিয়ায় দোলাচল রয়েই গেল। বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানিতে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনকে এই ব্যাপারে তাদের হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে। একইসঙ্গে সিবিআইকে তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে। প্রয়োজনে নিয়োগ স্থগিত করার হুঁশিয়ারিও দিয়েছে আদালত।
প্রসঙ্গত, এই একই ইস্যুতে আগে দায়ের হওয়া অভিযোগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই। আজকের এই মামলাও সিবিআইকে তদন্তের আওতায় নিতে নির্দেশ দিয়েছে আদালত।
আজ বিচারপতি মুখোপাধ্যায়ের বেঞ্চে আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জী এদিন তাঁর মক্কেলদের সপক্ষে সওয়াল করেন, গুচ্ছ গুচ্ছ ভুয়ো ডমিসাইল সার্টিফিকেট দিয়ে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ পাওয়ার চেষ্টা হচ্ছে।
এই নিয়ে অন্য একটি মামলায় ২০২১ সালের তিন হাজার পদের জন্য অন্তত দেড় হাজার প্রার্থী ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। আবার ২০২২ সালে প্রায় সাড়ে ছ'হাজার পদে কয়েক হাজার প্রার্থী ফের ভুয়ো সার্টিফিকেট দিয়েছে বলে রিপোর্ট দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় আবার নভেম্বরে এই মামলার শুনানি হবে।