Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
টিম বাসে রোহিতের ছেড়ে যাওয়া সিট ‘বুক’ করলেন কুলদীপ, কিন্তু কেন? জানালেন নিজেইইরান-ইজরায়েল থেকে দেশে ফিরতে উদগ্রীব ভারতীয়রা, নীরব দিল্লিমহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কলম্বোয়'পোস্টিং কি মেধাভিত্তিক হয়, নাকি...' অনিকেতদের মামলায় রাজ্যের থেকে রিপোর্ট চাইল হাইকোর্টবিধানসভার অধিবেশন পরিচালনার কাজে বাধা, সাসপেন্ড মনোজ ওঁরাও, ওয়াকআউট বিজেপিরআমদাবাদের দুর্ঘটনায় মিলল বিমানের ককপিট ভয়েস রেকর্ডার, তদন্তে বড় অগ্রগতির আশাযান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনও সিদ্ধান্ত? দুর্ঘটনার কারণ খুঁজতে আমদাবাদে বোয়িং বিশেষজ্ঞরাইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্রগুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারাসন্তানকে রেখে যেতে চাননি, তবু যেতে হল নিজের মায়ের কাছে, আকাশেই পুড়ে ছাই হয়ে গেল সব স্বপ্ন
Fake Aadhaar Card

৫০০০ টাকায় জাল আধার কার্ড! খদ্দের সেজে সীমান্তের গ্রামে চক্রকে ধরল পুলিশ

আধার কার্ড লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে জানতে পারে পুলিশ।

৫০০০ টাকায় জাল আধার কার্ড! খদ্দের সেজে সীমান্তের গ্রামে চক্রকে ধরল পুলিশ

সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ।

শেষ আপডেট: 17 May 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Aadhaar Card) লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে (Murshidabad) বাংলাদেশ সীমান্তে (Border village) এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ।

মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে হাতে নাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সানাউল্লাহ শেখ (৩২) ও আনোয়ার রহমানকে (৩০) এদিন আদালতে হাজির করানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, সীমান্তের গ্রামের একটি ছবি প্রিন্টের দোকানে এই জাল ব্যবসা ফেঁদে বসেছিল দুষ্কৃতীরা। খদ্দের সেজে প্রথমে পুলিশ সেখানে যায়। পরে বিশাল বাহিনী সেখানে পৌঁছয়। দোকান থেকে দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি স্মার্টফোন ও চারটি সিম কার্ড এবং তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, জেরায় ধৃতরা জাল চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এই কাজে তাদের আরও কয়েকজন সহযোগী ছিল। তাদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।


ভিডিও স্টোরি