আধার কার্ড লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে জানতে পারে পুলিশ।
সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ।
শেষ আপডেট: 17 May 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Aadhaar Card) লাগবে? কোনও নথি দরকার নেই, শুধু টাকা দিলেই হবে! মুর্শিদাবাদে (Murshidabad) বাংলাদেশ সীমান্তে (Border village) এভাবেই জাল আধার কার্ড তৈরির চক্র গজিয়ে উঠেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ।
মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে হাতে নাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সানাউল্লাহ শেখ (৩২) ও আনোয়ার রহমানকে (৩০) এদিন আদালতে হাজির করানো হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতদের জেরা করবেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, সীমান্তের গ্রামের একটি ছবি প্রিন্টের দোকানে এই জাল ব্যবসা ফেঁদে বসেছিল দুষ্কৃতীরা। খদ্দের সেজে প্রথমে পুলিশ সেখানে যায়। পরে বিশাল বাহিনী সেখানে পৌঁছয়। দোকান থেকে দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি স্মার্টফোন ও চারটি সিম কার্ড এবং তিনটি প্রিন্ট করা জাল আধার কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, জেরায় ধৃতরা জাল চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। এই কাজে তাদের আরও কয়েকজন সহযোগী ছিল। তাদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।