শেষ আপডেট: 16th September 2024 22:50
দ্য ওয়াল ব্যুরো: ডানলপের সাহাগঞ্জে একটি কারখানার সুপারভাইজারকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই দুষ্কৃতীরা আর কেউ নন, কারখানার শ্রমিক বলেই দাবি করা হয়েছে। কারখানার সামনের এক হোটেল মালিক এমনটাই জানিয়েছেন। ঠিক কী ঘটেছিল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
জুপিটার কারকাখানার গেটের সামনে জিটি রোড। গেটের বিপরীতে পুতুল দেবী পাশোয়ানের হোটেল রয়েছে। ঘটনার সময় তাঁর বাবা নন্দলাল মাঝি ছিলেন দোকানে। ওই দোকানের পাশের দোকানে বসে চা খাচ্ছিলেন সুপারভাইজার। সেই সময়ে কয়েকজন শ্রমিককে টাকা দেন তিনি। তবে আরও টাকা দিতে হবে বলে দাবি করে শ্রমিকরা। তা নিয়ে তর্কাতর্কি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীর কথায়, দোকান থেকে বেরিয়ে পাশের একটি বিরিয়ানীর দোকান পেরোতেই শ্রমিকরা তাঁকে ঘিরে ধরে। কারখানা গেট থেকে উত্তেজিত হয়েও বেরিয়ে আসেন কয়েকজন। তারপর তাঁরা চড়াও হন সুপারভাইজারের ওপর। তাঁকে চড়, ঘুষি মারা হয়। এই মারের ফলের তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজেও দেখা যায় কারখানা গেট থেকে উত্তেজিত কয়েকজন বেরিয়ে আসে। চড়াও হয় সুপারভাইজারের উপর। দোকানের সামনে ফেলে মারা হয় তাঁকে। সিসিটিভি ফুটেজেই দেখা যায়, ঘটনার সময়ে অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে দেখলেও কেউই সুপারভাইজারকে বাঁচাতে এগিয়ে যাননি।
পুতুল দেবী জানান, বিশ্বকর্মা পুজোয় শ্রমিকদের খাওয়াবেন বলে ২০ কিলো মাংসের অর্ডার দিয়েছেন সুপারভাইজার। তাঁদের হাতেই মরতে হল তাঁকে।