শেষ আপডেট: 10th December 2021 13:13
দ্য ওয়াল ব্যুরো: অ্যাসেজ সিরিজ মানেই প্রতিদ্বন্দ্বিতা, কিংবা লড়াইয়ের বাতাবরণ। সেই পরিস্থিতিতে ফিল গুড পরিবেশে প্রেমের গান বইছে, এটা কে কবে দেখেছে! তারই সাক্ষি থাকল এবারের লড়াইয়ের মঞ্চ। ছেলেটির নাম রব হেল, মেয়েটির নাম নাটালি। ছেলেটি ইংল্যান্ডের সমর্থক, মেয়েটি অস্ট্রেলিয়ার। দুজনেরই ক্রিকেট পছন্দ। সেই ভালবাসা মিলিয়ে দিল তাঁদের। অ্যাসেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, সেইসময় দুটি মন একে অপরের কাছে এল। তাঁরা নিজেদের ভালবাসতে চাইল। প্রেম যে কোনও সময় মানে না, তার সীমানা অসীম। ব্রিসবেনের গাব্বায় দুই চিরপ্রতিপক্ষ দেশের দুই তরুণ-তরুণী সেটাই প্রমাণ করলেন। গ্যালারিতে দুজন পাশাপাশিই বসেছিলেন। রব ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির সদস্য। ওদিকে নাটালি পরে এসেছিলেন অস্ট্রেলিয়ার জার্সি। আচমকা একে অপরের কাছাকাছি এসে প্রেম নিবেদন করেন, তারপরেই জায়ান্ট স্ক্রিন তাদের তাক করেছিল। নাটালি উঠে দাঁড়িয়ে সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে আসল কাজটা করে বসেন রব। নাটালির পাশেই হাঁটু মুড়ে বসে আংটি বের করেন। রব এরপর বলেন, ‘‘আমি খুব দ্রুত এ মধুর কাজটা শেষ করব। কারণ, অনেক লোক দেখছে। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর চার বছর কেটে গেছে। আমার জীবনের সেরা চার বছর। আমায় বিয়ে করবে প্রিয়তমা?’’ নাটালি আর দেরি করেননি। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানানোর পর চুমু খান রবকে। আশপাশে যত দর্শক ছিলেন, সবাই করতালিতে এ জুটিকে অভিনন্দিত করেন। নাটালি সম্মতি জানানোর পর তাঁকে কোলে তুলে নেন রব। এরপর প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন। সেইসময় সারা মাঠ উঠে দাঁড়িয়ে ওই প্রেমিক-প্রেমিকাকে সাধুবাদ জানাচ্ছে। ক্রিকেটাররাও এই ঘটনায় অবাক। দুি দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই সরিয়ে দুটি মন কাছাকাছি এসে নিজেদের ভালবাসা জানাল, এর চেয়ে বড় সার্থকতা কিই বা হতে পারে।