শেষ আপডেট: 13th September 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের বিরুদ্ধে ওঠা অত্যাচারের ক্ষত এখনও দগদগে। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় জেলবন্দি ১২ জন পড়ুয়া। এদের বেশিরভাগই প্রাক্তনী। এবার গভীর রাতে আর জি করের হস্টেলে প্রথম বর্ষের কিছু পড়ুয়ার ওপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল কলেজেরই প্রাক্তনীদের বিরুদ্ধে (Ex Students attack R G Kar's hostel)।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে আর জি করের হস্টেল সুপার চিকিৎসক স্বপন মণ্ডল বলেন, “মঙ্গলবার গভীর রাতে ৮-১০ জনের একটি দল হস্টেলে ঢুকে পড়ুয়াদের শাসানি দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” বিষয়টিকে যে হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না, তাও স্পষ্ট করে জানিয়েছেন হস্টেল সুপার। তিনি বলেন, “রাত এগারোটার পর কেউ যাতে হস্টেলে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করা হবে।” এবিষয়ে কলেজ কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক করার কথাও জানিয়েছেন হস্টেল সুপার।
জানা গিয়েছে, সম্প্রতি আর জি করের নতুন অধ্যক্ষকে সংবর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে সামিল ছিলেন পড়ুয়াদের একাংশ। অভিযোগ, ওই সংবর্ধনায় যোগ দেওয়ার কারণেই প্রাক্তনীদের একাংশ মঙ্গলবার গভীর রাতে হাতে করাত নিয়ে হস্টেলে পৌঁছে পড়ুয়াদের ওপর চড়াও হয়। তাদের ঘরে আটকে রেখে হুমকি, শাসানিও দেওয়া হয় বলে সুপারকে জানিয়েছেন পড়ুয়াদের একাংশ।
ইতিমধ্যে করাত হাতে প্রাক্তনীদের ওই শাসানির ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল। যদিও দ্য ওয়াল এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া ওই ভিডিওকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। প্রশ্ন উঠছে, গায়ে অ্যাপ্রন পরে করাত হাতে গভীর রাতে হস্টেলে পড়ুয়াদের কারা হুমকি দিচ্ছে?
প্রসঙ্গত. গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় এক পড়ুয়ার। ওই ঘটনায় সামনে আসে ব়্যাগিংয়ের অভিযোগ। নিহত ছাত্রের বাবা খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন বাদে বাকি ১২ জন জেলবন্দি। নাবালক ওই পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে।
ওই ঘটনার পরেই কলেজ বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং বন্ধে সক্রিয় হয়েছে রাজ্য। তারপরও যেভাবে মঙ্গলবার গভীর রাতে আর জি করের হস্টেলে করাত হাতে একাংশ প্রাক্তনী চড়াও হয়েছেন তাতে ফের সামনে আসছে ব়্যাগিংয়ের অভিযোগ। একই সঙ্গে প্রশ্ন উঠছে, পড়ুয়া সুরক্ষা নিয়েও। বিষয়টি নিয়ে পড়ুয়া মহলে তৈরি হয়েছে তীব্র আতঙ্কের পরিবেশ। সুপার অবশ্য দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: বিজেপি সাংসদের নামে নিখোঁজ পোস্টার, বাঁকুড়ার পর এবার দুর্গাপুরে অস্বস্তিতে গেরুয়া শিবির