শেষ আপডেট: 28th April 2023 04:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীতে যোগ্য সেনার সংখ্যা কম নয়। তবে, অনেক সময়ই যুদ্ধে আহত হয়ে দেশের জন্য লড়াই করার শক্তি হারান এই সেনারা। এবার তাঁদের জন্যই বিশেষ এক সুযোগ আনল ভারতীয় সেনাবাহিনী (Indian army)।
যে সৈন্যরা যুদ্ধে গিয়ে আহত হয়েছেন বিভিন্ন ভাবে তাঁরা দেশের জন্য আর যুদ্ধ না করতে পারলেও পুরোপুরি অসক্ত হয়ে পড়েন না। তাঁদের এবার প্যারা অলিম্পিকে যোগদান (Ex soldiers will participate in paralympics) করার সুযোগ করে দেবে ভারতীয় সেনাবাহিনী। সাঁতার, নৌকাবাইচ, তীরন্দাজ, শুটিং এই ধরনের খেলাগুলিতে যাতে যোগদান করতে পারেন দেশের সেনারা তারই প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর তরগ থেকে।
ভারতীয় সেনাবাহিনীর আশা তাঁদের সম্পদ এই অফিসাররা প্রশিক্ষণ পেলে প্যারাঅলিম্পিকে দেশকে পদক এনে দিতে পারবেন। সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসারের কথায়, যে কর্মীরা এখন চোটের কারণে নিয়মিত যুদ্ধে অংশ নিতে পারেন না তাঁদের অনেকেরই নিশানা অব্যর্থ। ফলে, উপযুক্ত প্রশিক্ষণ পেলে তাঁরা অবশ্যই হয়ে উঠবেন এক একজন দক্ষ খেলোয়াড়।
প্রাক্তন সমরকর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে মিশন অলিম্পিক উইং এর অধীনে। এই সংস্থার অধীনে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যা প্রাক্তন সেনাদের শুটিং, নৌকাবাইচ, তীরন্দাজ ইত্যাদিতে প্রশিক্ষণ দেবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্দিষ্ট সংখ্যক প্রাক্তন সেনাকে বেছে নেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য।
'অসহায়' কুস্তি-প্রধান ব্রিজভূষণ, বিক্ষোভে কোণঠাসা হয়ে ভিডিও প্রকাশ, বললেন, এর চেয়ে…