শেষ আপডেট: 23rd September 2023 07:06
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জর খুনের ঘটনায় সরাসরি ভারতকে (INDIA) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (justin Trudeau)। এবার এই বিষয়েই ট্রুডোর তীব্র সমালোচনা শোনা গেল পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা (Ex-Pentagon official) মাইকেল রুবিনের কণ্ঠে।
রুবিনের (Ex-Pentagon official) দাবি, “কানাডার চেয়ে ভারত কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” এবিষয়ে ভারত (INDIA) ও কানাডার (CANADA) অবস্থান বোঝাতে গিয়ে হাতি এবং পিঁপড়ের উদাহরণ টেনে এনেছেন তিনি। একই সঙ্গে ট্রুডোর পদক্ষেপের ফলে আগামীদিনে কানাডার বিপদ আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মাইকেল রুবিন।
রুবিনের কথায়, “ভারত কানাডার চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ।” জাস্টিন যে পদ্ধতিতে দেশ পরিচালনা করছেন বা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের অবনতি তৈরি করছেন তাতে তাঁর প্রধানমন্ত্রীর পদের ভবিষ্যত নিয়েও উদ্বেগ শোনা গিয়েছে পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তার কণ্ঠে।
বেশ কিছুদিন ধরেই ভারত ও কানাডার সম্পর্কের অবনতি ঘটেছে। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া এলাকার একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে খুন করা হয়েছিল খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে। ঘটনার পরই কানাডার গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, হরদীপ খুনের নেপথ্যে রয়েছে ভারতীয় এজেন্ট। সেই সময়ই গোয়েন্দা সংস্থার আশঙ্কার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ট্রুডো।
শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দাবি, “ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খলিস্তানপন্থী নেতা খুনের নেপথ্যে রয়েছেন ভারত সরকারের এজেন্টরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছি।’’
তিনি আরও বলেন, “আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি। আশা করব ভারতও সেই নিয়ম মেনে চলবে।” যদিও কানাডার আনা অভিযোগ উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কানাডা ভারতকে দুষছে। পাল্টা হিসেবে আমেরিকার সাহায্য চেয়েছে কানাডা।
বিষয়টি সামনে আসার পর জাস্টিন ট্রুডোর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা (Ex-Pentagon official) মাইকেল রুবিন। তাঁর কথায়,"প্রধানমন্ত্রী ট্রুডোর মন্তব্য সমর্থনযোগ্য নয়। কারণ, ভারতের মতো একটি দায়িত্বশীল দেশের পরিবর্তে ট্রুডো জঙ্গিদের সমর্থন করতে চাইছেন।"
মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে প্রকাশ্যে হস্তক্ষেপ করবে কিনা সেই সম্ভাবনার প্রতিক্রিয়ায়, মিঃ রুবিন বলেন, "সত্যি বলতে, ভারতের চেয়ে কানাডার জন্য অনেক বড় বিপদ রয়েছে। কানাডা যদি লড়াই করতে চায়, সত্যি বলতে, এই মুহুর্তে, এটি একটি পিঁপড়ের মতো!"
আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশের মতে, কানাডায় খলিস্তানপন্থী নেতা খুনের ঘটনায় ভারতকে কাঠগড়ায় তুলতে গিয়ে আদতে নিজের চাপই বাড়ালেন জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন: কানাডায় খলিস্তানপন্থী নেতা খুনে ভারতের হাত! আমেরিকার সাহায্য চাইলেন জাস্টিন ট্রুডো