শেষ আপডেট: 21st September 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, ভুগছিলেন কিডনির অসুখে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ। সেখানেই তাঁর মৃত্যু হয়।
৬২ বছর বয়সি কুনার হেমব্রম ২০১৯ সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন। কিন্তু চলতি বছরের লোকসভা নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। ফলে দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেই যোগদান নিয়ে বলেছিলেন, ভেবেচিন্তেই দল বদল করেছেন। পাশাপাশি তৃণমূল সরকারের প্রশংসা করে তাঁর এও বক্তব্য ছিল, জঙ্গলমহলে রাজ্য সরকার যা কাজ করেছে, যে উন্নয়ন করেছে তার তুলনা হয় না। সেই কুনার শনিবার চলে গেলেন না ফেরার দেশে।
কিডনির রোগ থাকায় বহু মাস ধরেই শরীর ভাল যাচ্ছিল না কুনারের। কয়েক দিন আগে শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু অবস্থা আরও করুণ হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। গত বৃহস্পতিবার থেকে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাজনৈতিক মহল।
কুনার হেমব্রম রাজনীতিক ছাড়াও পেশায় একজন চিকিৎসক ছিলেন। এছাড়া সাঁওতালি সাহিত্য রচনা এবং প্রকাশের জন্যও তাঁর পরিচিতি ছিল।