শেষ আপডেট: 7th September 2020 15:50
দ্য ওয়াল ব্যুরো: সফল ব্যবসায়ী তথা আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচারের স্বামী দীবক কোচারকে আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার করল ইডি। ভিডিওকন সংস্থার সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্কের একটি লেনদেনে বড় অঙ্কের গন্ডগোল রয়েছে বলে জানা গেছে। আজ, সোমবার রাতে দীপক কোটারকে গ্রেফতার করার আগে পর্যন্ত তাঁকে জেরা করেছে ইডি। ২০১৯ সালের শুরুর দিকে চন্দা, তাঁর স্বামী ও ভিডিওকন গ্রুপের কর্তা বেণুগোপাল ধুতের বিরুদ্ধে মামলা করে ইডি। অভিযোগ, তাঁরা বেআইনিভাবে ব্যাঙ্ক থেকে ১৮৭৫ কোটি টাকা ঋণ পাইয়ে দিয়েছেন। ইডি-র পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা সংস্থা সিবিআই। এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং প্রতারণ দমন আইনে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি জানা গেছে, আইসিআইসিআই ব্যাংকের সিইও পদে থাকার সুবিধা নিয়ে অবৈধ উপায়ে ওই বেসরকারি সংস্থাকে ঋণ মঞ্জুর করেছেন চন্দা। এই সব বিতর্কে নাম জড়ানোর পরে ২০১৮ সালের অক্টোবর মাসেই সিইও পদ থেকে আগাম অবসর নিয়েছিলেন চন্দা।
এর পরে ওই তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, বেণুগোপাল ধুতের দু’টি কোম্পানি বেআইনি লেনদেনে যুক্ত। তারা হল ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স লিমিটেড ও ভিডিওকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া বেণুগোপাল ধুতের প্রতিষ্ঠত কোম্পানি সুপ্রিম এনার্জি ও দীপক কোচারের নিয়ন্ত্রিত নিউ পাওয়ার রিনিউয়েবলসের নামও এফআইআরে উল্লেখ করে সিবিআই। এর পরে তদন্তভার হাতে নেয় ইডি, দায়ের করে মামলা। চলতি বছরের জানুয়ারি মাসে এই মামলায় তদন্ত করতে গিয়ে চন্দা কোচারের মোট ৭৮ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করে ইডি। তার মধ্যে ছিল মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টও। চন্দার স্বামী দীপক কোচারের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। এর পর থেকে দফায় দফায় জেরা চলছিল। তদন্তে উঠে আসছিল বহু তথ্য প্রমাণ, যা চন্দা ও দীপক কোচারের বিরুদ্ধে অভিযোগগুলিই স্পষ্ট করছিল। শেষমেশ আজ গ্রেফতার করা হল দীপক কোচারকে।