শেষ আপডেট: 2nd November 2021 11:00
দ্য ওয়াল ব্যুরো: শব্দ নেই, দূষণ নেই, আছে শুধু রঙ, কালীপুজোর (Kali Pujo) আকাশে ঘুরে বেড়াচ্ছে এমন সব সাঁজবাতিরা (Fanus)। প্রতিটি সাঁজবাতির গায়ে ফুটে ওঠে নানান কারুকার্য। দীপাবলির সন্ধ্যার আকাশের দখল নেয় এইসব ফানুস। সময়ের সঙ্গে সঙ্গে ফানুসের চাহিদা কমলেও আজও উত্তর কলকাতার (North Kolkata) বুকে বেঁচে আছে 'ফানুস'-এর প্রদর্শন। কলকাতায় ফানুসের জন্ম কবে, খাতায় কলমে তার কোনও উল্লেখ নেই। তবে জানা যায়, ১৯১২ সালে উত্তর কলকাতার দে পরিবার প্রথম ফানুস ওড়ায়। দর্জিপাড়ার দে পরিবারের সদস্য গৌরীশঙ্কর দে-র উদ্যোগেই এই ফানুসের যাত্রা শুরু কলকাতায়। তারপর থেকেই উত্তর কলকাতার বিভিন্ন বাড়িতে শুরু হয় ফানুস ওড়ানো। কয়েক দশকের মধ্যে সারা উত্তর কলকাতা জুড়ে ফানুস ওড়ানাে শুরু হয়। কালীপুজোর দিনে উত্তর কলকাতার আকাশ ছেয়ে যেত বিশালাকার ও নানা আকৃতির রংবেরঙের ফানুসে। ধীরে ধীরে এই ফানুস তৈরি একটি শিল্পে পরিণত হতে শুরু করে কলকাতার বুকে। আতশবাজির রমরমা হওয়ার আগে থেকেই ফানুসের আধিপত্য ছিল কলকাতায়। শব্দহীন বাজির সৌন্দর্যতায় ভরে উঠত কলকাতার আকাশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে সেই সাঁজবাতির রমরমা। আতশবাজির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে চিনা ফানুসের বাজারও। তাতেই প্রায় ভেঙে পড়ে উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী শিল্প। আরও পড়ুনঃ 'মোদীর ভ্যাকসিন নীতি নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করছে' কে বললেন এমন কথা? তবে আজও উত্তর কলকাতার কিছু বাড়ি থেকে প্রতিবছর ফানুস ওড়ে। নিজেদের হাতে তৈরি ফানুসের দিকে তাকিয়ে মুগ্ধ হন তাঁরা। তেমনই এক পরিবার হল বিডন স্ট্রিটের দত্ত পরিবার। ১৯২৪ সালে ফানুস ওড়ানোর রেওয়াজ শুরু হয় দত্ত বাড়িতে। ভোলানাথ ধামে আজও ফানুস ওড়ানোর পূর্বপুরুষের রেওয়াজ বজায় রেখেছেন বছর ৭০-এর অজয় দত্ত। পরিবারের সদস্যদের সাহায্যে দুর্গাপুজো, বিসর্জন, কালী পুজোর সময় নিয়মিত ফানুস ওড়ান অজয়বাবু। এবছরেরও সেই ধারা বজায় রেখেছেন তিনি। কিছু উৎসাহী মানুষের ভিড় হয় আজও ভোলানাথ ধামে। আসেন বহু চিত্র গ্রাহকরাও। ক্যামেরার মধ্যে দিয়ে ধরে রাখতে চান এই 'উৎসব'কে। তবে দুঃখের বিষয় আগের বছর দত্ত পরিবারের উঠান থেকে ওড়েনি কোনও ফানুসই। করোনার কারণে দীর্ঘ ঐতিহ্যে ছেদ ঘটেছিল। কিন্তু বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ফের ফানুস নিয়ে মেতে উঠেছেন অজয় দত্ত ও তাঁর পরিবার। সঙ্গে উৎসাহী কিছু মানুষ। তৈরি করছেন এক একটা বিশালাকার ফানুস। কালীপুজোর বিকেলে ভোলানাথ ধাম থেকেই উড়বে সেই ফানুস। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'