শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 12th March 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভাও (west bengal assembly) সুরক্ষিত নয়! হামলা হতে পারে, এই আশঙ্কা করে ফের বিধানসভার সচিবকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঘটনার সূত্রপাত, মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনেই তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ক্ষমতায় আসার পর তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন!
বুধবার শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর জবাব, ''উনি যদি মারতে আসেন তাহলে আমরা কি রসগোল্লা খাওয়াবো নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, আর তাঁকে রসগোল্লা খাওয়াবো না। যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে। উনি আছাড় মারার কথা বলেছেন, আমি ঠুসে দেব।''
এ ব্যাপারে শুভেন্দু অধিকারী ৭২ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাঁকে বিধানসভার ৪২ জন মুসলিম বিধায়কদের সঙ্গে মোকাবিলা করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। এরপরই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্র। কিন্তু বিধানসভার মধ্যে কেন্দ্রীয় ফোর্স নিয়ে ঢোকার নিয়ম নেই। সূত্রের খবর, নিজের পাশাপাশি দলের অন্যান্য বিধায়করাও যে কোনও সময় বিধানসভার মধ্যে আক্রমণের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে সচিবকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা। এখন দেখার এ বিষয়ে বিধানসভার সচিব কী পদক্ষেপ করেন।