শেষ আপডেট: 23rd May 2022 02:05
দ্য ওয়াল ব্যুরো: ফের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) জিতল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে ছয় বার। রবিবার অ্যাস্টন ভিলাকে ৩-২ ব্যবধানে হারিয়ে খেতাব জয় ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City F.C.)।
পিছিয়ে থেকেও শেষ দিকে জাদু দেখাল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে দু'টি গোল করেন গুন্দোগান এবং হার্নান্দেজ। এদিকে এই জয়ের ফলে এবার চ্যাম্পিয়ন হওয়া হল না লিভারপুলের। রবিবার ম্যাচ জিতলেও এক পয়েন্টের ব্যবধান ঘোচাতে পারল না তারা। যদিও চ্যাম্পিয়ন লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেছে দুই দলই।
ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুল ছাড়া চ্যাম্পিয়ন লিগে খেলবে চেলসি ও টটেনহ্যাম। আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপা লিগ। তবে সব ছাপিয়ে রবিবারের জয়ে খুশি ম্যাঞ্চেস্টার সিটির ভক্তদের মধ্যে।
একগুচ্ছ কর্মসূচি, কোয়াড সামিটে যোগ দিতে জাপানে পৌঁছালেন মোদী