শেষ আপডেট: 19th April 2022 05:01
দ্য ওয়াল ব্যুরো: দেশের লাখ লাখ চাকুরিজীবিদের জন্য সুখবর। প্রভিভেন্ট ফান্ডের বর্তমান বেতন সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। অর্থাৎ এবার ২১ হাজার টাকা কম বেতনভোগীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) পেনশন স্কিমের মধ্যে আনা হচ্ছে।
আগে শুধু, ১৫ হাজার ও তার কম বেতনভোগীরা সরকারের থেকে তাঁদের বেতনের ১.৬ শতাংশ টাকা পেনশনের জন্য পেতেন। যা প্রভিডেন্ট ফান্ডে জমা হত। এখন সেই বেতন সীমা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের এই চিন্তা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের প্রায় ৭৫ লক্ষ চাকুরিজীবী এই সুবিধার মধ্যে চলে আসবেন। কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত মিললেই এই চিন্তা ভাবনা বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু হবে বলে সূত্রের খবর। কারণ ইপিএফও বোর্ডের এই সিদ্ধান্তে সরকারের অনুমোদন প্রয়োজন। সূত্রের খবর, বর্তমানে এই স্কিমের জন্য সরকারের বছরে ৬,৭৫০ কোটি টাকা খরচ হয়।
পেনশনের ক্ষেত্রে বেতনসীমা বাড়ানোর সিদ্ধান্ত শেষ নেওয়া হয়েছিল ২০১৪ সালে। এই পেনশন স্কিমে সরকার আপনার বেতনের ১.৬ শতাংশ টাকা প্রতি মাসে দেয়। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বহু চাকুরিজীবি উপকৃত হবেন।
শিয়ালদহ শাখার যাত্রীরা বেশিরভাগই সুগার-প্রেশার-ব্যথায় ভুগছেন, চমকে দেওয়া সমীক্ষা ডাক্তারদের