শেষ আপডেট: 28th March 2023 07:51
দ্য ওয়াল ব্যুরো: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদের (EPFO) দু’দিনের বৈঠক শেষ হয়েছে মঙ্গলবার। তারপর শ্রমিক-কর্মচারীদের জন্য সুখবর শোনাল তারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ)-এর সুদের হার বৃদ্ধি (Hike) করা হয়েছে। এবার সুদের হার বেড়ে হয়েছে ৮.১৫ শতাংশ।
২০২১-২২ অর্থবর্ষে পিএফের সুদের হার দুম করে ৮.৫ শতাংশ থেকে ৮.১ শতাংশ করে দেওয়া হয়েছিল। তা নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল শ্রমিক কর্মচারীদের মধ্যে। ১৯৭৭ সাল থেকে কখনও এই হারে সুদের হারের অবনমন ঘটেনি।
গতবার যদিও কোভিড পরবর্তী অর্থনৈতিক অধোগতি-সহ একাধিক আর্থিক কারণ ব্যাখ্যা করেছিল ইপিএফও। এবার অবশ্য সামান্য হলেও সুদের হার বাড়াল তারা। যার সুফল পাবেন দেশের প্রায় পাঁচ কোটি শ্রমিক-কর্মচারী।
বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক কর্মচারীদের অবসরকালীন আর্থক কল্যাণে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড চালু হয়েছিল ১৯৯৫ সালে। গোড়ায় এই তহবিল পুরোপরি শ্রম মন্ত্রকের হাতে থাকলেও পরে তা স্বাধীন অছি পরিষদের হাতে হস্তান্তর করা হয়।
এবার আদানি কাণ্ডের জন্যও পিএফের সুদের হারের দিকে নজর ছিল অনেকের। কারণ, পিএফের প্রচুর টাকা আদানিদের বিভিন্ন সংস্থায় খাটছে বলে অভিযোগ। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর থেকে যেভাবে আদানিদের শেয়ার মূল্য ধসছে তাতে পিএফ-এর আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীরা উৎকণ্ঠার মধ্যেই ছিলেন।
আদানিদের কত টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক? ফাঁস করবে না কেন্দ্র, বললেন নির্মলা