শেষ আপডেট: 3rd January 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: কখনও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে কখনও বা পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রায় প্রত্যেকবছর মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত অভিযোগ ওঠে। চলতি বছরেও ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ হাতে মাত্র আর ১ মাস। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লক্ষ।
বুধবারব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মুর্শিদাবাদ কার্যালয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানান তিনি।
পর্ষদ সভাপতি বলেন, “কী কী কারণে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, তা নিয়ে আলোচনার পর আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এবারে প্রশ্নপত্র ফাঁস ১০০ শতাংশ আটকানো যাবে।”
প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে প্রশ্নপত্রের সিরিয়ালের জায়গায় কোড ব্যবহারের কথা আগেই জানিয়েছিল পর্ষদ। সেই সঙ্গে চলতি বছরের পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না।
এমনকী যে সমস্ত বিদ্যালয়ে সীমানা পাঁচিল এবং সিসিটিভি নেই, সেই সব স্কুলে এবারে পরীক্ষার সেন্টার করা হবে না। এছাড়াও পরীক্ষা চলাকালীন যাতে বাইরে থেকে কেউ পরীক্ষা কেন্দ্র চত্বরে ঢুকতে না পারেন সেজন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থা্কবে আপৎকালীন সহায়তা দল। বাড়তি নজরদারি রাখা হবে পরীক্ষাকেন্দ্রের সঙ্গে যুক্ত চতুর্থশ্রেণির কর্মচারীদের ক্ষেত্রেও।