শেষ আপডেট: 31st August 2023 07:18
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার চিকিৎসায় পথ দেখাচ্ছে ব্রিটেন। ক্যানসার সারাবে এমন ওষুধ কি তবে বেরিয়ে গেল?
ব্রিটিশ গবেষকদের দাবি, ক্যানসার চিকিৎসায় দীর্ঘমেয়াদী ফল দিতে পারে এই ওষুধ। এর ঠিকমতো প্রয়োগ হলে চিকিৎসার সময় অনেক কমবে। দ্রুত সেরে উঠবে রোগী।
ব্রিটিশ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (MHRA) থেকে অনুমোদন পাওয়ার পর, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS England) জানিয়েছে, ইমিউনোথেরাপির মাধ্যমে ক্যানসার সারানোর নতুন দিশা পাওয়া গেছে। রোগীদের এখন অ্যাটেজোলিজুমাব (atezolizumab) এর ইঞ্জেকশন দেওয়া হবে। এই ইঞ্জেকশন (Cancer Treatment Jab) সাধারণত ত্বকের নীচে দেওয়া হয়।
অ্যাটেজোলিজুমাব, যাকে টেসেন্ট্রিকও বলা হয় (Cancer Treatment Jab)। এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি যা শরীরের ইমিউনিটি বাড়িয়ে ক্যানসার কোষ নষ্ট করবে। এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়। গবেষকরা বলছেন, এতদিন ত্বকের নীচে ইঞ্জেকশন দিলে তা কাজ করা শুরু করত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পরে। এই নতুন ওষুধ ৭ মিনিটেই কাজ করা শুরু করবে।
আরও পড়ুন: ডেঙ্গিতে দৃষ্টি হারালেন কলকাতার মহিলা, ভাইরাস কি চোখও নষ্ট করছে
অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রক্তের বি-কোষ তার অনেকগুলো প্রতিলিপি তৈরি করে ফেলে যাকে বিজ্ঞানের ভাষায় বলে ‘ক্লোনিং’ । এমন অজস্র কোষ থেকে লক্ষ লক্ষ অ্যান্টিবডি তৈরি হয় রক্তরসে। এদের সমষ্টিগতভাবে বলে পলিক্লোনাল অ্যান্টিবডি। এই সমষ্টির মধ্যে থেকে যদি একটিকে ছেঁকে বের করা যায়, তাহলে তাকে বলে মনোক্লোনাল অ্যান্টিবডি ((Cancer Treatment Jab))। এই মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে কাজ করার সুবিধা বেশি। গবেষণাগারে এই অ্যান্টিবডি স্ক্রিনিং করে বের করে নিয়ে তার ক্ষমতা ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারেন বিজ্ঞানীরা। এই ধরনের মনোক্লোনাল অ্যান্ডিবডি উপাদান দিয়েই তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধ।
ক্যানসার রোগীদের উপরে এই ওষুধের ট্রায়াল চলছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের গবেষকরা। তাতে দেখা গেছে, ক্যানসার কোষগুলোর বিভাজন বন্ধ হয়ে গেছে। গবেষকরা বলছেন, ওষুধের ডোজের পরেও রেডিওথেরাপি, কেমোথেরাপি বা ইনভ্যাসিভ সার্জারি করতে হবে বলে ভাবা হয়েছিল। কিন্তু সেসবের কোনও প্রয়োজনই হয়নি। বরং যাদের এইসব থেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, মূত্রনালীর সংক্রমণ ও ইরেকটাইল ডিসফাংশনের মতো মারাত্মক সব সাইড এফেক্টস দেখা গেছে। কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডির থেরাপিতে কোনও রকম অ্যাডভার্স সাইড এফেক্টস দেখা যায়নি। যন্ত্রণাদায়ক সার্জারি বা কেমোথেরাপির থেকেও এই ওষুধের থেরাপি বেশি লাভজনক হবে বলেই আশা ডাক্তারদের।