শেষ আপডেট: 5th July 2022 11:39
দ্য ওয়াল ব্যুরো: কোনও প্রত্যাঘাত করতে পারল না ভারতীয় দল (India Edgbaston)। মাত্র দেড় ঘন্টার মধ্যেই মঙ্গলবার সাত উইকেটে হার মেনেছে যশপ্রীত বুমরার দল।
৩৭৮ রান করতে হবে, সেই লক্ষ্যে ইংল্যান্ডের (England) দুই ব্যাটসম্যান জো রুট (১৭৩ বলে ১৪২) ও জনি বেয়ারস্টো (১৪৫ বলে ১১৪) মিলে সহজে রান তুলে দিয়েছেন। দুই ব্রিটিশ তারকাকে দু’দিনে আউটই করতে পারলেন না দেশের বাঘা বাঘা বোলাররা। কেন ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হল না, সেই প্রশ্নও উঠছে সমানভাবে।
এজবাস্টন টেস্টেও বর্ণবিদ্বেষের শিকার ভারতীয়রা, গ্যালারিতে তুলকালাম
৩৭৮ রান হাসতে হাসতে তুলে দিলেন রুট ও বেয়ারস্টে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিদেশে টানা তিনটি টেস্টে হার হল দলের।
চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামার পর থেকেই খেই হারিয়ে ফেলেন ভারতীয় বোলাররা। যাঁরা প্রথম ইনিংসে চতুর্থ থেকে ষষ্ঠ স্টাম্পে বল রেখে ইংরেজদের নাস্তানাবুদ করে ছেড়েছিলেন, তাঁরা উদ্ভট যুক্তিতে লেগ স্টাম্প লাইনে বল শুরু করেন। যে লাইনে বল করে জোহানেসবার্গ এবং কেপটাউনে হেরেছিল ভারত।
ভারতীয় দল এই টেস্ট হারের ফলে সিরিজ শেষ হল ২-২-য়ে। আগে চারটি টেস্ট ম্যাচ হয়ে গিয়েছিল, শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচটি হল এজবাস্টনে। তাতে এগিয়ে থেকেও ভারতীয় দলের এই হার নিয়ে সমানে আলোচনা চলবে।
ইংল্যান্ডের তিন উইকেট দ্রুত পড়ে গিয়েছিল দুই রানের মধ্যে। কিন্তু তারপর সেই ছন্দ ধরে রাখতে পারেননি বুমরা ও সামিরা। জাদেজার মতো স্পিনার থাকলেও আলোচনা হতে থাকে কেন অশ্বিনকে দলে নেওয়া হল না।
কারণ এমন কোনও বোলারের খোঁজ পাওয়া যায়নি, যাঁরা অন্তত রুট কিংবা বেয়ারস্টোকে ফিরিয়ে ব্রেক থ্রু দিতে পারতেন। রুট অপরাজিত থাকেন ১৪২ রানে, তার মধ্যে ১৯টি বাউন্ডারি ও একটি ছক্কা রয়েছে। পাশাপাশি বেয়ারস্টো ১৫টি চার ও একটি ছয় মারেন। সিরাজ, শার্দূলরা বেধড়ক মার খেয়েছেন।
সমালোচনা চলছে বুমরার অধিনায়কত্ব নিয়েও। তিনি বোলিং পরিবর্তন ঠিকভাবে করতে পারেননি। এমনকি ফিল্ড পজিশনেও গলদ ছিল। যে দলটি প্রথম ইনিংসে ভাল ব্যাটিং করার পরেও ছন্দ ধরে রাখতে পারল না। বরং বিপক্ষ দল ইংল্যান্ড অনেক গুছিয়ে নিয়েছে খেলার শেষ ইনিংসে।