শেষ আপডেট: 3rd December 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকালে হলদিয়ায় তাঁর অঙ্গীকার নামের সেই বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ডাক্তারিতে অনাবাসী কোটা নিয়ে দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান বলে জানা গেছে।
এদিন শুধুমাত্র লক্ষণ শেঠের বাড়িতেই নয়, তাঁর তৈরি করা বেসরকারি হাসপাতাল আই কেয়ারেও হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়ির পাশাপাশি সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চলে বলে খবর।
মঙ্গলবার সকালে কলকাতার পাশাপাশি হলদিয়া, পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি। জানা গেছে, দুর্গাপুরের তিনটি মেডিকেল কলেজ হাসপাতালেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সাতসকালে বিভিন্ন জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডি সূত্রে খবর, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট দিয়ে অনেককেই ভর্তি করা হয়েছে। দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার। শুধু বাংলাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে এমন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের। সে কারণেই এদিন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের হলদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান।
হলদিয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে লক্ষ্মণ শেঠের বাড়ি। বেশ কিছুক্ষণ এদিন ‘অঙ্গীকারে’ তল্লাশি চালানোর পর সেখান থেকে ইডি আধিকারিকরা সোজা পৌঁছে যান তাঁর বেসরকারি হাসপাতাল আইকেয়ার–এও পৌঁছে যান তদন্তকারীরা। জানা গেছে, মঙ্গলবার রাজ্যের আটটি সরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হানা দেওয়া হয়েছে কলেজগুলির মালিকদের বাড়িতেও। তাঁদের মধ্যে অন্যতম সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ।
সিপিএমের সঙ্গ ত্যাগ করার পর বিজেপিতে গিয়েছিলেন তিনি। এর কিছুদিন পরে যোগ দেন কংগ্রেসে। বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি লক্ষ্মণ শেঠ। শুধু বাংলাতেই নয়, এদিন দেশের ২৮টি মেডিক্যাল কলেজেও একই মামলায় ইডির তল্লাশি চলছে।