শেষ আপডেট: 10th April 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অর্গানিক সার কৃষি ক্ষেত্রে ভীষণ উপযোগী এবং স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। আর এটা বুঝে রাজ্যের কৃষকদের এই সার ব্যবহারে উৎসাহ দিতে কাজ করছে রাজ্যের কৃষি দফতর। দাবি কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
বৃহস্পতিবার ব্য়ারাকপুরের পাতুলিয়া পঞ্চায়েতে এসে রাজ্যের সেচমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানালেন, রাজ্যের কৃষি দফতর কৃষি ক্ষেত্রে অর্গানিক সার ব্যবহারের ওপর বেশি জোর দিচ্ছে এবং কৃষকদেরও সেই বিষয়ে আগ্রহ বাড়ানো চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত পাতুলিয়া পঞ্চায়েতের উদ্যোগে এবং ব্যারাকপুর ব্লক-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রুইয়ার আজমতলায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস-সহ অন্যরা। এই প্রকল্পের মুল লক্ষ্য গৃহস্থের বাড়ির বিভিন্ন ফেলে দেওয়া পচন ও অপচনশীল বর্জ্য থেকে কী ভাবে জৈব সার উৎপাদন করে পঞ্চায়েতের ফান্ড বৃদ্ধি করা যায়,তা নিশ্চিত করা। পাশাপাশি এলাকাকে আবর্জনা মুক্ত করা।
মন্ত্রী জানান, রাজ্যে ৫ লাখ হেক্টর জমিতে অর্গানিক সার ব্যবহার করে চাষাবাদ হচ্ছে। কিন্তু বাকি ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাচ্ছে না। কারণ কৃষকদের মধ্যে উৎপাদন কেমন হবে তাই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তাই কৃষি দফতরের কর্মী আধিকারিকরা কৃষকদের মাঝে গিয়ে অর্গানিক সার ব্যবহারে চাষ করা নিয়ে যে মিথ তৈরি হয়েছে সেটা ভাঙার চেষ্টা করছে।