শেষ আপডেট: 4th July 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় পা দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলকিপারকে ঘিরে উন্মাদনা, উচ্ছ্বাসের পারদ চড়ছে। মঙ্গলবার দুপুরে মিলনমেলা প্রাঙ্গণে 'তাহাদের কথা' অনুষ্ঠানে যোগ দেন তিনি। মার্টিনেজকে দেখতে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ। তিল ধারণের জায়গা নেই। কিন্তু সেই অনুষ্ঠানের আনন্দে তাল কাটল। কলকাতার ময়দানের দুই প্রধানের লোগোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল মিলনমেলা অডিটোরিয়ামে।
মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই ক্লাবের লোগো ঘিরে চরম বিতর্ক। প্রথমেই আসা যাক ইস্টবেঙ্গলের কথায়। এমির জন্য সবুজ মেরুন কর্তারা বিশেষ আয়োজন করেছেন। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা তা করেননি। তাঁরা মিলনমেলায় গিয়ে মার্টিনেজকে সংবর্ধনা জানাতে যান। সেখানে বিশ্বকাপারের হাতে ইস্টবেঙ্গল জার্সি তুলে দেওয়া হয়। তিনি সেই জার্সি পরেও ফেলেন। এমনকী ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সঙ্গে ছবিও তোলেন এমি। কিন্তু তাল কাটে তারপরই।
যখন এমিকে ইস্টবেঙ্গল সংবর্ধনা দিচ্ছে, তখন পিছনে জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে ইস্টবেঙ্গলের পুরনো লোগো। লোগোতে জ্বলজ্বল করছে SC East Bengal। বর্তমান লোগোতে SC নেই, রয়েছে FC। অতীতে যখন শ্রী সিমেন্ট স্পনসর ছিল, তখন জার্সিতে ছিল SC East Bengal লেখা লোগো।
মোহনবাগানের ক্ষেত্রেও ঘটে একই বিপর্যয়। জায়ান্ট স্ক্রিনে ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানেরও পুরনো লোগো জ্বলজ্বল করছে। ATK Mohun Bagan লেখা লোগো দেখে মনঃক্ষুণ্ণ হন সবুজ-মেরুন সমর্থকরা।
এবার আইএসএল জেতার পরই মোহনবাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, আর ক্লাবের নামের আগে থাকবে না ATK। মোহনবাগানের নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস। সোমবারই আগামী মরশুমের জন্য লোগোও প্রকাশ করে সবুজ-মেরুন ক্লাব। সেখানে ATK বাদ পড়েছে। ফিরে এসেছে ক্লাবের পুরনো প্রতিষ্ঠা দিবস ১৮৮৯-ও।
দুই প্রধানের লোগো বিভ্রাটে হতবাক দুই দলের সমর্থকরাই। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে টিপ্পনি চলছে। অনেকেই বলছেন, এমন পেশাদার অনুষ্ঠানে অপেশাদারিত্ব একেবারেই অনভিপ্রেত।
মার্টিনেজ পেলেন ফেলু মোদকের ‘গোল্ডেন গ্লাভস’ মিষ্টি, ভাইরাল এমির ছবি লাগানো টিকিট