শেষ আপডেট: 11th October 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী রাতে তড়িঘড়ি অনশনরত ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার জন্য চিঠি দিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠক দু'পক্ষ মুখোমুখি হতে কোনও সমাধান সূত্র বের হয়নি।
বৈঠক ব্যর্থ হওয়ার পরে ক্ষোভ উগরে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবিগুলির মধ্যে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে রয়েছে, সে কাজ কত দূর এগিয়েছে তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠিও দেন তাঁরা। সেই চিঠিরই উত্তর এল।
চিঠিতে বলা হয়েছে, চিকিৎসা ক্ষেত্রে পেশাদারদের নিরাপত্তা বাড়াতে, ব্যাপক পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ জুড়ে উন্নয়নের কাজ চলছে।
জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭০৫১টি সিসিটিভি ইন্সটল করা হচ্ছে। সঙ্গে ৮৯৩টি নতুন ডিউটি রুম, ৭৭৮টি শৌচালয়, সঠিক আলোর ব্যবস্থাও থাকছে।
এলার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোলও সমস্ত মেডিক্যাল কলেজ জুড়ে প্রয়োগ করা হচ্ছে। হিসেব দিয়ে বলা হচ্ছে, রাজ্যের পক্ষে থেকে ১১৩ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে মেডিক্যাল কলেজগুলির এই সব প্রকল্পের জন্য।
এছাড়াও বিভিন্ন অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর তৈরি রাখা হয়েছে। টোল-ফ্রি নম্বর ১৮০০-২৫৭-০৫১১ এ যে কোনও সময় অভিযোগ জানানো যাবে। স্বাস্থ্যসেবা স্টেকহোল্ডারদের ইমেলের মাধ্যমে রাজ্য অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে রিপোর্ট করা যেতে পারে [email protected] ইমেলে।