শেষ আপডেট: 22nd April 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো: টুইটার (Twitter) অ্যাকাউন্টের ব্লু টিক (Blue Tick) পেতে গেলে টাকা দিতে হবে। এই খবর নতুন নয়। যা নিয়ে তোলপাড় বিশ্ব। গাটের পয়সা খরচ করে টুইটারে 'প্রাইম' মেম্বার হতে চান না অনেকেই। ফলে একে একে বহু অ্যাকাউন্টের পাশ থেকে উধাও হয়ে গেছে নীল টিক। সেই তালিকায় শাহরুখ খান, বিল গেটস থেকে শুরু করে রয়েছেন অনেকে। তালিকা বিশাল। কিন্তু সেই তালিকার মধ্যে এমন কয়েকজন রয়েছেন, তাঁরা আবার টুইটার মালিক ইলন মাস্কের (Elon Musk) খুব পছন্দের। তিনি চান না ওইসব সেলিব্রেটির নামের পাশ থেকে উধাও হয়ে যাক ব্লু টিক!
নিজের এই পছন্দের সেলিব্রেটিদের জন্য এবার বিশেষ অফার দিলেন মাস্ক। ব্লু সাবস্ক্রিপশনের জন্য নিজের পকেট থেকে টাকা দেবেন ধনকুবের ইলন! কারা আছেন মাস্কের এই ব্যক্তিগত পছন্দের তালিকায়? সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন লেখক স্টিফেন কিংস, মার্কিন বাস্কেট বল প্লেয়ার লেব্রোন জেমস সহ বেশ কয়েকজন।
এই সব তারকাদের জন্য ব্লু সাবস্ক্রিপশনের টাকা নিজেই দেবেন মাস্ক। দিন কয়েক আগেই স্টিফেন টুইটারের এই নতুন পলিসি নিয়ে মুখ খুলেছিলেন। স্টিফেন জানিয়েছিলেন, ব্লু ব্যাজ পাওয়ার জন্য টাকা দেবেন না তিনি। এমনকী স্টিফেনের মতোই বিরোধিতা করেছিলেন জেমসও।
বিশ্বের নানা প্রান্ত থেকে মাস্কের নয়া সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তবে নিজের সিদ্ধান্তে এখনও অনড় টুইটার কর্তা। টাকা না দিলে মিলবে না ব্লু ব্যাজ। দেখা গেছে, রাতারাতি বেশিরভাগ সেলিব্রেটির নামের পাশ থেকে উধাও হতে শুরু করে ব্লু টিক। কিন্তু জেমসের মতো তারকাদের অ্যাকাউন্টে দেখা গেল রয়েছে গেছে সেটা!
যা দেখে জেমস নিজেও হতবাক। কীভাবে সম্ভব? বাস্কেটবল তারকা মিডিয়া উপদেষ্টা জানিয়েছেন, জেমস টুইটারকে কোনও টাকা দেননি। জানা যায়, ইলন নিজেই ব্যাপারটার দেখছেন। আর কিছু সেলিব্রেটির জন্য সাবস্ক্রিপশনের টাকা দিচ্ছেন।
ইলনের এই কাজে বেজায় চটেছেন নেটিজেনদের একটা বড় অংশ। টুইটারের মালিক হয়ে কীভাবে তিনি এমন বিভাজন করছেন তা নিয়ে হতবাক অনেকেই। ইলনের 'তুঘলকি' মেজাজ নিয়ে মুখ খুলেছেন অনেকেই।