শেষ আপডেট: 2nd July 2023 03:20
দ্য ওয়াল ব্যুরো: ফের টুইটারে (Twitter) বড় বদল। এবার টুইটের (Tweet) সংখ্যায় কাঁচি চালালেন ইলন মাস্ক। সারাদিনে গোনা গুনতি টুইটই পড়া যাবে। কে কটা টুইট পড়তে পারবেন, সেই সংখ্যা বেঁধে দিয়েছে টুইটার। ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক (Elon Musk)।
টুইটার অধিগ্রহণ করার পর থেকে একের পর এক বদল ঘটিয়ে চলেছেন ইলন মাস্ক। এবার টুইটার পোস্ট দেখার ক্ষেত্রেও নতুন ফরমান জারি হয়েছে। মাস্ক জানিয়েছেন, টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের (Verified Account) ব্যবহারকারীরা দিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে, যাদের অ্য়াকাউন্ট ভেরিফায়েড নয়, তারা সারাদিনে ৬০০টি করে টুইট পড়তে পারবেন, এর বেশি নয়। একদম নতুন যে আন-ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টগুলি রয়েছে, সেগুলি থেকে দিনেক ৩০০টি করে টুইট পোস্ট দেখা যাবে।
https://twitter.com/elonmusk/status/1675187969420828672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675187969420828672%7Ctwgr%5Eb346ee1a025b605b1a7d508284d8e20c87fe44f0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Felon-musk-sets-limit-on-numbers-of-post-which-users-can-read-in-a-day-850287.html
ইলন মাস্ক টুইট করে বলেছেন, “টুইট পড়ার ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করা হয়েছে। ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি থেকে দিনে ৬০০০ পোস্ট পড়া যাবে। ভেরিফাই নয়, এমন অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দিনে ৬০০টি করে এবং আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলি থেকে দিনে ৩০০টি করে টুইট পড়া যাবে।”
https://twitter.com/elonmusk/status/1675214274627530754?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675214274627530754%7Ctwgr%5Eb346ee1a025b605b1a7d508284d8e20c87fe44f0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Felon-musk-sets-limit-on-numbers-of-post-which-users-can-read-in-a-day-850287.html
তবে টুইট দেখার সীমা পরে বাড়িয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন মাস্ক। তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীরা দিনে ৮ হাজার পোস্ট পড়তে পারবেন। আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দিনে ৮০০টি করে ও নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা দিনে ৪০০টি করে পোস্ট পড়তে পারবেন। যদিও কবে থেকে এই নিয়ম চালু করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে জোর ধাক্কা খেল টুইটার, জরিমানা দিতে হবে ৫০ লাখ
এদিকে, মাস্কের এই ঘোষণার পরই বহু টুইটার ব্যবহারকারীরাই ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যবহারকারীরা বলেছেন, “এটা সোশ্যাল মিডিয়া অ্যাপ। অ্যাপে কে কতক্ষণ সময় কাটাচ্ছেন, তার উপর ভিত্তি করেই বিজ্ঞাপন আসে। এই নিয়মের ফলে টুইটারের ব্য়বহার অনেক কমে যাবে।”