শেষ আপডেট: 3rd February 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: বুলডোজার দিয়ে হাতিকে আঘাত! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু নিন্দার ঝড়। আর এর জেরেই পদক্ষেপ করল পুলিশ। বুলডোজারের চালক সহ গাড়িটিই আটক করা হয়েছে। ঘটনাটি জলপাইগুড়ির।
গত শনিবার আপালচাঁদ বনাঞ্চল থেকে একটি হাতি লোকালয়ে বেরিয়ে আসে। দিনভর মাল মহকুমার পূর্ব-পশ্চিম ডামডিমেই ছিল হাতিটি। আর সেখানেই তাকে উত্যক্ত করা হয় বলে স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধেই অভিযোগ। জানা গেছে, হাতিটিতে এতই উত্যক্ত করা হয়েছে যে সেটি ক্ষিপ্ত হয়ে একটি ওয়াচটাওয়ারেও ধাক্কা মারে। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন কিছু পর্যটক। স্বাভাবিকভাবেই তাঁরা ভয় পেয়ে যান। এরপরই একটি জেসিবি নিয়ে হাতিটিকে আক্রমণ করা হয়।
স্থানীয় সূত্রে খবর, জেসিবি দিয়ে আক্রমণ করা হলে হাতিটিও উত্তেজিত হয়ে যায় এবং সেও পাল্টা তেড়ে যায় যানটির দিকে। এতেই সে আঘাত পেয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবেশবিদরা নড়েচড়ে বসেন। রবিবার গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজারে বন দফতরের রেঞ্জারের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে, কার অনুমতি নিয়ে হাতি তাড়াতে জেসিবি ব্যবহার করা হয়েছে? পাশাপাশি মালবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে। তারপরই বুলডোজার সহ চালককে আটক করেছে মালবাজার থানার পুলিশ।