শেষ আপডেট: 1st March 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচনের বাদ্যি যে বেজে গিয়েছে তা বলাই বাহুল্য। আর তার আগেই রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের উদ্দেশে আট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। যা লঙ্ঘন করলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারির বার্তাও দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের তরফে যে আটটি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে তা হল-
*ভোটের প্রচার চলাকালীন অশান্তি কিংবা হিংসা ছড়াতে পারে এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না।
* ধর্মস্থানে প্রচার এড়াতে হবে। একইসঙ্গে ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে এমন কোনও কার্যকলাপ করা যাবে না। জাত/সাম্প্রদায়িক অনুভূতিকে হাতিয়ার করে প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে।
*কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না। সমালোচনা করার প্রয়োজন হলে সেই ব্যক্তির কাজ কিংবা নীতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না।
*ভোটারদের বিভ্রান্ত করতে পারে এমন কোনও ভুয়ো তথ্য নির্বাচনী ভাষণের মাধ্যমে তুলে ধরা যাবে না।
* রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনওভাবেই মহিলাদের সম্মান ও মর্যাদাহানি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
* কোনও দল, প্রার্থী এবং তারকা প্রচারক ভিত্তিহীন বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করতে পারবেন না।
* খবরের মোড়কে কোনও বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
* সমাজমাধ্যমে আপত্তিকর এবং রুচিহীন পোস্ট শেয়ার করা যাবে না।