শেষ আপডেট: 3rd November 2022 03:08
দ্য ওয়াল ব্যুরো: গুজরাত (Gujarat) বিধানসভার ভোটের (Assembly election) দিন বৃহস্পতিবার দুপুরে ঘোষণা করা হবে। বেলা ১২টায় নির্বাচন সদনে সাংবাদিক সম্মেলন ডেকেছে কমিশন (Election Commission)।
ভোট যেদিনই হোক, গণনা হবে ১২ ডিসেম্বর। ওই দিন হিমাচলপ্রদেশের সঙ্গে গুজরাতের ভোটের ফলও জানা যাবে।
গুজরাত ও হিমাচলে বিগত পাঁচটি বিধানসভা নির্বাচন এক সঙ্গে হয়েছে। গত বছর ২৪ অক্টোবর দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করেছিল কমিশন।
কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। গত মাসে হিমাচলের ভোটের দিন ঘোষণা করা হলেও গুজরাতের করা হয়নি। বিরোধীরা অভিযোগ তোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের সুযোগ করে দিতেই গুজরাতের ভোটের দিন ঘোষণা পিছিয়ে দেয় কমিশন।
হিমাচলের দিন ঘোষণার পরও গুজরাতে প্রধানমন্ত্রী টাটাদের বিমান কারখানা-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। ভোটের দিন ঘোষণা হয়ে গেলে তা সম্ভব ছিল না।
তবে, দিন ঘোষণা পিছনোর খেসারতও দিতে হচ্ছে বিজেপিকে। মোরবির দুর্ঘটনার দায় বিজেপি শাসিত রাজ্য সরকার খানিকটা এড়াতে পারত কমিশনের উপর চাপিয়ে। কারণ, ভোটের দিন ঘোষণা মাত্র প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যায় কমিশনের হাতে।
আগেরবার অর্থাৎ ২০১৭-তে ১৮৮ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভার নির্বাচনে ভোট নেওয়া হয়েছিল দুই দফায়।