শেষ আপডেট: 22nd September 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: কখনও দমদম, কখনও বিধাননগর আবার কখনও জেলা থেকে ডেঙ্গিতে মৃত্যুর খবর আসছে। গত কয়েকদিনে কলকাতাতেই ডেঙ্গিতে (Dengue) প্রাণ গেছে দু'জনের। মেদিনীপুরে দুজন মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। ফের ডেঙ্গিতে প্রাণ গেল এক বৃদ্ধের।
এলাকাবাসীরা বলছেন, খুঁটি পুজোর দিনও উপস্থিত ছিলেন তিনি। পাড়ায় বেশ পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে এলাকায় ডেঙ্গি নিয়ে আতঙ্ক আরও বেড়েছে।
গতকালও দুই মহিলা ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দু’জনই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। একজন ঘাটালে থাকতেন অপরজন খড়্গপুরের।
জানা গেছে, ডেঙ্গি (Dengue) পরিস্থিতি সবচেয়ে খারাপ বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, দমদম (দক্ষিণ ও উত্তর দমদম) ও রানাঘাটে। নদিয়ার হরিণঘাটার অবস্থাও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পুজোর আগে শহর, শহরতলি, মফঃস্বলের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা হবে। ওইসব এলাকায় লোকজনের ভিড় বেশি হবে। তাই আগে থেকেই সাবধান হতে হবে। কোথাও জল, আবর্জনা জমে আছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গিতে (Dengue) নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, ফলে রোগ ধরতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। পরে পরীক্ষা করে ধরা পড়ছে ডেঙ্গি। আবার পেট ব্যথা, ডায়রিয়া, বমি, খাদ্যনালিতে সংক্রমণ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা যাচ্ছে । নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে অনেকের। আবার ডেঙ্গিতে চোখ নষ্ট হতেও দেখা গেছে। খুব দ্রুত কমে যাচ্ছে প্লেটলেট। রক্তক্ষরণ বা ডেঙ্গি হেমারেজিক ফিভারে মৃত্যুর ঘটনাও ঘটেছে।