Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Eid Namaz on Red Road

রেড রোডেই ইদের নামাজ, শান্তির বার্তার পাশাপাশি ফিরহাদের নিশানায় মোদীর 'সিঁদুর' রাজনীতি

ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

 রেড রোডেই ইদের নামাজ, শান্তির বার্তার পাশাপাশি ফিরহাদের নিশানায় মোদীর 'সিঁদুর' রাজনীতি

রেড রোডে ইদের নামাজ।

শেষ আপডেট: 7 June 2025 06:06

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এবারও ইদ-উজ-জোহা  উপলক্ষে শনিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হল ইদের নামাজ (Eid prayers)। 

অন্যদিকে চেতলা মসজিদে নামাজ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত মাসের শেষে বাংলা সফরে এসেছিলেন মোদী। চলতি মাসের ২০ তারিখেও ফের বঙ্গ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ বলেন, "ভোট এলেই ওরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে। এবারেও সেটা শুরু করছে। তবে আগের বারের ২০০ পারের ডাকের মতো এবারও বাংলার মানুষ ওদের পগারপার করে দেবে।"

অপারেশন সিঁদুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছেন ফিরহাদ। তিনি বলেন, "গাঁয়ে মানে না আপনি মোড়ল। সেনাবাহিনী লড়াই করল, এখানে প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্ব নেই, বরং উনি একটা বড় দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। আবার রাজ্যে ঘুরে ঘুরে সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছেন।"

ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে।

এরপরই এ ব্যাপারে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। ওই বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন। এরপরই জট মুক্তি ঘটে। 


ভিডিও স্টোরি