ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
রেড রোডে ইদের নামাজ।
শেষ আপডেট: 7 June 2025 06:06
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এবারও ইদ-উজ-জোহা উপলক্ষে শনিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হল ইদের নামাজ (Eid prayers)।
অন্যদিকে চেতলা মসজিদে নামাজ শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত মাসের শেষে বাংলা সফরে এসেছিলেন মোদী। চলতি মাসের ২০ তারিখেও ফের বঙ্গ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ বলেন, "ভোট এলেই ওরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে। এবারেও সেটা শুরু করছে। তবে আগের বারের ২০০ পারের ডাকের মতো এবারও বাংলার মানুষ ওদের পগারপার করে দেবে।"
অপারেশন সিঁদুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছেন ফিরহাদ। তিনি বলেন, "গাঁয়ে মানে না আপনি মোড়ল। সেনাবাহিনী লড়াই করল, এখানে প্রধানমন্ত্রীর কোনও কৃতিত্ব নেই, বরং উনি একটা বড় দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। আবার রাজ্যে ঘুরে ঘুরে সেনার সাফল্য নিয়ে রাজনীতি করছেন।"
ইদের দিন রাজ্যের সবচেয়ে বড় জমায়েত দীর্ঘদিন ধরেই হয়ে আসছে রেড রোডে ইন্দিরা গান্ধি সরণিতে। কিন্তু এবার সেই জমায়েত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কারণ, রেড রোডে কোনও জমায়েত করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কিন্তু এবারে সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করা হয়। সেনার এক কর্তা চিঠি দিয়ে সেকথা জানিয়েও দেন নামাজের আয়োজক খিলাফত কমিটিকে।
এরপরই এ ব্যাপারে রবিবার ৮, জাকারিয়া স্ট্রিটে খিলাফত কমিটির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়। ওই বৈঠক থেকেই রাজ্য সরকার এবং সেনার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে সমস্যা সমাধানে উদ্যোগী হন। এরপরই জট মুক্তি ঘটে।