শেষ আপডেট: 3rd December 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমে জাল নথি জমা দিয়ে অনাবাসী কোটায় ডাক্তারি পড়ার অভিযোগ। তদন্তে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য জুড়ে তল্লাশি অভিযান ইডির।
সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান। যেমনটা জানা যাচ্ছে প্রাইভেট মেডিক্যাল কলেজ তদন্তকারীদের র্যাডারে। সল্টলেকের বিসি ব্লকের একটি বাড়িতে অল্লাশি চালাচ্ছে ইডি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজের একজনের আত্মীয় এবং তাঁর নিজের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।
কেন এই তল্লাশি অভিযান? ইডির সূত্রে খবর, এনআরআই কোটাতে যে নথি জমা দিয়ে ডাক্তাররা অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে প্রচুর জাল নথি পাওয়া গিয়েছে। সেই তথ্য পাওয়ার পর, প্রাথমিক অনুসন্ধান করার পর ইডি নতুন করে ইসিআইআর করেন।
অর্থাৎ, একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজে জাল নথি জমা দিয়ে এনআরআই কোটাতে জে চিকিৎসকরা অ্যাডমিশন নিয়ে ডাক্তার হয়েছেন সেখানেই দেখা যাচ্ছে প্রচুর জাল নথি জমা পড়েছে। বেআইনি ভাবে বেসরকারি মেডিক্যাল কলেজের মাধ্যমেই এই জাল নথি তৈরি হয়ছিল এবং কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই টাকা কীভাবে লেনদেন হয়েছিল, কেন এই অনাবাসী কোটাতে জাল নথি জমা দিয়ে অ্যাডমিশন দেওয়া হল বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজে সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
শুধু সল্টলেকের বাড়িই নয়, রাজ্য জুড়ে কলকাতা, দুর্গাপুর, বর্ধমান-সহ একসঙ্গে ২০টি জায়গায় ম্যারাথন তল্লাশি চলছে। এছাড়াও ভিনরাজ্যেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী অফিসাররা।