শেষ আপডেট: 10th August 2023 17:28
দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আগুন লাগার পরে সচেষ্ট হলেন সিএবি (CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শর্ট সার্কিটের কারণ জানার জন্য তিনি ঝটিতি সকালে ইডেনে চলে এসেছিলেন। সবকিছু খতিয়ে দেখে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন।
বুধবার রাতে বারোটা নাগাদ ইডেনের অ্যাওয়ে ড্রেসিংরুমে আগুন লাগে। স্নেহাশিস আগুন লাগার কারণ প্রসঙ্গে এদিন রাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, ‘ইডেনের অ্যাওয়ে ড্রেসিংরুমের ক্রিকেটারদের জন্য স্টিম বাথের যে মেশিনটি রয়েছে, তার সঙ্গে যে প্লাগের যোগ সেখানেই শট সার্কিট হয়েছে। ওই স্টিম বাথের প্লাগের কাছে কিছু মাঠ কর্মী তোয়ালে মেলে রেখেছিলেন। তদন্তের পর জানা গিয়েছে সুইচ অন ছিল বলে তা থেকেই শট সার্কিট হয়েছে।’
ইডেনে এমন কর্মীদের এবার থেকে রাখা হবে, যাঁদের ইলেকট্রিক্যাল জ্ঞান আছে। তড়িঘড়ি আগুন লাগলে তাঁরা যেন ড্যামেজ কন্ট্রোল করতে পারেন। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম থাকছে। পাশাপাশি বসানো হচ্ছে স্প্রিঙ্কলার নামক বিশেষ মেশিন। স্প্রিঙ্কলার এমন এক যন্ত্র, আগুন লাগলেই নিজে থেকেই জল দিতে শুরু করবে। আগুন বাড়তে দেবে না।
এই ঘটনার পরে ইডেনের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, ড্রেসিংরুমের দিকে যাতে সবাই যেতে না পারে, তারজন্য পুলিশ মোতায়েন রাখা হবে।
সিএবি সভাপতি বলে দিয়েছে, মাঠের ইলেকট্রিকের মেইন লাইনে কোনও সমস্যা নেই। সেটি আমরা সিইএসসি ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করিয়েছি আজকেও।
ওই অ্যাওয়ে ড্রেসিংরুমের স্টিম বাথের যে প্লাগের জায়গা রয়েছে, সেখানের বিদ্যুৎ সংযোগ পরিবর্তন করতে বলেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা।
এই অগ্নিকাণ্ডের জন্য সিএবি-তে অন্তর্ঘাতের প্রশ্ন উঠেছে। বলা হয়েছে সংস্থার মধ্যেই সর্ষেতে ভূত রয়েছে। সেই নিয়ে সৌরভের দাদা বলেন, আমার মনে হয় না কেউ সাবোতাজ করবে বলে! কেউ কেউ এটা প্রচার করে বেড়াচ্ছে, এটা ঠিক নয়। তবে ইডেনের নিরাপত্তা কঠোর করা হচ্ছে। ক্লাব হাউসে গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বিরাটের দশম শ্রেণির মার্কশিট ভাইরাল! কেমন নম্বর পেয়েছিলেন ‘কিং কোহলি’