শেখ শাহজাহান
শেষ আপডেট: 11 June 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: জমি-ভেড়ি দখল, জোর করে টাকা আদায় থেকে মহিলাদের উপর নির্যাতন, বিভিন্নভাবে সন্দেশখালিতে অপরাধের সামাজ্য গড়ে তুলেছিল শেখ শাহজাহান। তদন্তে নেমে ইডির হাতে একের পর এক সেই সব তথ্য উঠে আসছে।
দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সবার আগে গত ৫ মার্চ শাহজাহানের ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও এক দফায় তাঁর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। আর এবার শেখ শাহজাহানের জমি দখলের বিপুল টাকা কোথায় যেত? সেই বিষয়েই চার্জশিটে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির আধিকারিকরা আদালতে জানিয়েছেন, শেখ শাহজাহানের জমি দখলের টাকা যেত তৃণমূলের পার্টি ফান্ডে। দুর্নীতির টাকার বড় অংশ দলীয় তহবিলে জমা দিতেন সন্দেশখালির বেতাজ বাদশা।
সম্প্রতি এলাকায় তদন্তে গিয়ে শাহজাহান ও তাঁর সাগরেদদের আরও সম্পত্তির খবর জানতে পারেন তদন্তকারীরা। প্রায় ৯০০ বিঘা ভেড়ি দখলের অভিযোগ রয়েছে এলাকায় শাহজাহানের ‘ডান হাত’ হিসাবে পরিচিত শিবু হাজরার বিরুদ্ধে। গুরুতর অভিযোগ রয়েছে শাহজাহান ঘনিষ্ঠ আরও ৫ জনের বিরুদ্ধে। যদিও এখনও তাঁদের নাগাল পায়নি ইডি।
চার্জশিটে তদন্তকারীরা জানিয়েছেন, শাহজাহান ও শিবু হাজরাকে জেরা করে জানা গিয়েছে যে ২০১৮-২০২৩ সাল পর্যন্ত জমি দখলের টাকা গিয়েছে পার্টি ফান্ডে! গোটা ঘটনায় জর্জ কুট্টি, রাবেয়া বিবি মোল্লা, প্রতাপ বিশ্বাস, জয়া সাউ নামে শাহজাহানের পাঁচ ঘনিষ্ঠের যোগ রয়েছে। বিভিন্ন সময়ে এই অভিযুক্তেরা শাহজাহানের কালো টাকা সাদা করতে সাহায্য করেছে বলে অভিযোগ। বর্তমানে শেখ সিরাজউদ্দিন সহ তাঁদের খুঁজছে ইডি।
ইডির কর্তাদের দাবি, ২০১৮ থেকে ২০২৩ সালে শাহজাহনের সংস্থা শেখ সাবিনার মোট লাভ ছিল ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। এই সময়ের মধ্যে রফতানি বাবদ ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এদিকে শিবপ্রসাদ হাজরা জেলিয়াখালিতে আকাশ ভেড়ির নাম করে ৯০০ বিঘা দখল করেছিলেন বলেও ইডির দাবি।
গত ফেব্রুয়ারি মাসে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। পরে অবশ্য তাঁকে নিজেদের হেফাজতে নেয় ইডি। একাধিকবার নিজেকে নির্দোষ বলে প্রকাশ্যেই দাবি করেছেন সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা।