শেষ আপডেট: 27th March 2024 14:47
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমন পাঠাল ইডি। মহুয়ার পাশাপাশি ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত নির্দেশ লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মহুয়া এবং ব্যবসায়ী হিরানন্দানিকে। আগামী ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার মহুয়াকে দিল্লিতে ইডি আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে।
প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লোকসভায় প্রশ্ন করার জন্য তিনি নাকি শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ বাবদ নগদ ও নানা ধরনের উপহার নিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ব্যাপারে প্রথম সরব হন। তারপর এই বিষয় নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ চলে সমান তালে। অবশেষে এথিক্স কমিটির সুপারিশের পর সাংসদ পদ চলে যায় মহুয়ার।
এরপরই মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দফতর এবং করিমপুরে তাঁর ভাড়া বাড়িতে দফায় দফায় তল্লাশি চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা। সিবিআইয়ের পদক্ষেপের বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয়েছেন মহুয়া। এমন আবহে মহুয়াকে নোটিস ধরাল ইডি।
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে মহুয়ার সমর্থনে সভা করার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ইডির এই তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে শাসকদল তৃণমূল।