শেষ আপডেট: 9th June 2023 06:16
শাওমিকে শো-কজ নোটিস পাঠাল ইডি! আইন ভেঙে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ
দ্য ওয়াল ব্যুরো: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে নজরে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, বিদেশি মুদ্রা বিনিময় আইন লংঘন করে বিপুল টাকার লেনদেন করেছে তারা। সেই ঘটনা এবার কারণ দর্শানোর জন্য শাওমিকে শোকজ নোটিস পাঠাল ইডি (ED sends show cause notice to Xiaomi)।
শুধু শাওমিই নয়, তিনটি বিদেশি ব্যাঙ্ককেও একই মর্মে শোকজ করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, শাওমি ইন্ডিয়া বিদেশি মুদ্রা বিনিময় আইন (ফেমা) লঙ্ঘন করে মোট ৫৫৫১.২৭ কোটি টাকা ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই আইন মোতাবেক এই পুরো টাকাটাই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। তারপরেই শাওমি ইন্ডিয়ার সিএফও সমীর রাও এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর মনু জৈনকে শোকজ করেছে ইডি।
এছাড়া নোটিস পাঠানো হয়েছে সিটি ব্যাঙ্ক, এইচএসবিসি এবং ডয়েশ ব্যাঙ্ককে। এই তিনটি ব্যাঙ্কের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ফেমা আইন মোতাবেক তদন্ত শেষ করেছে ইডি। তারপরেই কারণ দর্শানোর জন্য চিঠি পাঠানো হয়েছে সংস্থাগুলিকে।
ইচ্ছে করে মেট্রোর দরজার ফাঁকে পা গলিয়ে বন্ধ হতে দিচ্ছেন না! দিল্লিতে দুই যুবকের কীর্তি ভাইরাল