শেষ আপডেট: 23rd March 2024 09:24
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে তল্লাশি অভিযান।
ইডি সূত্রের দাবি, তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ প্রায় ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এত বিপুল পরিমাণ টাকা কী কারণে বাড়িতে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন ইডি কর্তারা।
ইডি সূত্রের খবর, মন্ত্রী এব্যাপারে কোনও সদুত্তর না দেওয়ায় ওই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মন্ত্রীর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। তবে এ ব্যাপারে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে তাঁর দাবি, তদন্তে তিনি সবধরনের সহযোগিতা করেছেন।
চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে ইডি। সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া গিয়েছে। অভিযোগ, চন্দ্রনাথ অন্তত ১০০ জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তলের কাছে পাঠিয়েছিলেন। এই প্রার্থীদের চাকরির বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় কী ভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই শুক্রবার ইডি তল্লাশি অভিযানে নামে।
শুক্রবার সকাল ৯ টার খানিক আগে চন্দ্রনাথ সিংহর বোলপুরের নীচুপট্টির বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকেরা। গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে। তাঁকে বোলপুরে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা। বেলা ২টা নাগাদ মুরারই থেকে বোলপুরে পৌঁছন মন্ত্রী। দিনভর চলে ম্যারাথন তল্লাশি অভিযান।