শেষ আপডেট: 2nd February 2024 13:15
দ্য ওয়াল ব্যুরো: ২৮ দিন ধরে তিনি নিখোঁজ। তন্নতন্ন করে খুঁজেও সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাগাল পাচ্ছে না পুলিশ। হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যপাল, সন্দেশখালির তৃণমূল নেতার এই অন্তরালে থাকা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরাও। শোনা গিয়েছে নানান বিরূপ মন্তব্য। কোথায় রয়েছেন সন্দেশখালির এই দাপুটে নেতা, সমস্ত জল্পনার মাঝেই এবার ইডির নজরে শাহজাহানের সম্পত্তি। সূত্রের খবর, তৃণমূল নেতা এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির তালিকা তৈরি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এবার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির নজর। সূত্র মারফত জানা গিয়েছে, শাহজাহানের কোন ব্যাঙ্কের কোন ব্রাঞ্চে ক'টা অ্যাকাউন্ট রয়েছে, তা জানতে সম্প্রতি মুম্বইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিয়েছেন ইডি আধিকারিকরা। তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত ১০ বছরের তথ্য চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা গিয়েছে, তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্য সংগ্রহেরও চেষ্টা চলছে। ব্যাঙ্কের সমস্ত নথি পেলে শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখবে ইডি। শুধু শাহজাহান নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠদের সম্পত্তিতেও নজর রয়েছে ইডির।
রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত হন তিন ইডি অফিসার। আর এরপর থেকেই নিখোঁজ তৃণমূল নেতা। যদিও থানা-পুলিশ কেউই শাহজাহানের হদিশ না পেলেও এরই মধ্যে আইনজীবী মারফত আগাম জামিনের আবেদন করেছেন শাহজাহান।