শেষ আপডেট: 15th February 2022 07:01
দ্য ওয়াল ব্যুরো: আর্থিক তছরুপ মামলায় নাম জড়াল দাউদ ইব্রাহিমের। সম্প্রতি নথিভুক্ত এক মামলায় মুম্বই ও সংলগ্ন এলাকায় এবার তল্লাশি চালালো ইডি। সূত্রের খবর, দাউদের সঙ্গে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের এক রাজনীতিবিদের। তাঁর ওপরও নজর রাখা হচ্ছে বলে খবর। এই বিষয়ে দাউদের বোন হাসিনা পারকারের বাড়িতে গিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে ইডি। আশির দশকে দেশ থেকে পালিয়ে যায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালের বিস্ফোরণের মুখ্য অভিযুক্ত ছিল দাউদ। পলাতক দাউদকে অনেক চেষ্টা করেও দেশে ফেরানো সম্ভব হয়নি। কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে দেশে। তেমনই এক এক মামলায় এবার পঞ্চাশের বেশি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। এই মাসের শুরুতেই দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে গ্রেফতার করেছিল নিরাপত্তা সংস্থা। ১৯৯৩ বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত ছিল আবু বকর। আরব আমিরসাহি থেকে তাকে গ্রেফতার করা হয়।