শেষ আপডেট: 22nd March 2024 10:36
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল থেকে ফের একবার তৎপর হয়েছে ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। এই মামলার তদন্ত রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় সংস্থা। বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে গেছেন ইডি আধিকারিকরা।
বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বোলপুরের বাড়িতেই এদিন সকালে হানা দিয়েছে ইডি। তাঁদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই বাড়ি ঘিরে ফেলেছে। তবে সূত্রের খবর, মন্ত্রী বর্তমানে বাড়িতে নেই। তাঁর পরিবারের কাছ থেকে কিছু তথ্য জানতে চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর নাম উঠে এসেছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতার অন্তত ৫ জায়গায় তাঁরা তল্লাশি চালাচ্ছে ইডি। মূলত চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হানা দেয় তাঁরা। পাশাপাশি লেকটাউন-সহ মোট ৫ জায়গায় অভিযান চালানো হয়েছে। শহরের রাজ্যের বিভিন্ন জায়গাতেও চলছে এই অভিযান। তার মধ্যে থেকেই একটি দল পৌঁছে যায় বোলপুরে রাজ্যের মন্ত্রীর বাড়িতে। গত ৮ মার্চ এই একই মামলার তদন্তে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় অভিযান করেছিল ইডি। নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীই ছিল তাঁদের নজরে। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে গেছিলেন আধিকারিকরা।
বৃহস্পতিবার বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তাঁদের পাশাপাশি আয়কর দফতরও সক্রিয় রাজ্যে। বুধবারই তাঁরা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের নিউ আলিপুরের ফ্ল্যাটে আচমকা হানা দিয়েছিল। ২৪ ঘণ্টার ওপর সেই অভিযান চলে। যদিও কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে এখনও জানা যায়নি।