অভিযোগের ভিত্তিতে সংস্থার প্রধান কর্ণধার জিয়াজুর রহমানকে কটক থেকে বছর দেড়েক আগে গ্রেফতার করা হয়। সেই মামলারই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির হানা চলছে
শেষ আপডেট: 22 May 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শেয়ারে টাকা খাটিয়ে লভ্যাংশ দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। আরামবাগে এক যোগে পাঁচ জায়গায় অভিযান চালাল ইডি।
আরামবাগের এলএফএস ব্রোকিং নামে একটি শেয়ার ব্রোকিং সংস্থার মূল কর্ণধার জিয়াজুর রহমানের একটি রিসর্ট- সহ দিলীপ মাইতি, সাহিল সেখ, অলোক কুন্ডু ও সৌরভ অধিকারীর বাড়িতে হানা দেয় ইডির পাঁচটি দল। দিলীপ ওই সংস্থার একজন অন্যতম কর্ণধার। অভিযোগ,ওই সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে টাকা খাটিয়ে মুনাফা দেওয়া হবে বলে বহু মানুষের টাকা নিয়ে প্রতারিত করা হয়। যারা মুনাফার জন্য টাকা জমা দিয়েছিলেন তারা টাকা ফেরত পাননি। কিছুদিন আগে আরামবাগের ওই সংস্থার অফিসের পাঁচতলা থেকে এক ব্যক্তি নীচে পড়ে মারা যান। সেই মৃত্যুও রহস্যজনক ছিল বলে অভিযোগ।
দিলীপ সহ চারজনের বাড়িতে জিজ্ঞাসাবাদ ও তল্লাসি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আরামবাগের ওই সংস্থার অফিসটি অনেক দিন আগেই সিল করে দেওয়া হয়। সকালে ইডির গাড়ি কেন্দ্রীয় বাহিনী দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে।
প্রসঙ্গত,এলএফএসএ টাকা রেখে বহু মানুষ প্রতারিত হয়েছেন। তাদের অনেকে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই সংস্থার প্রধান কর্ণধার জিয়াজুর রহমানকে কটক থেকে বছর দেড়েক আগে গ্রেফতার করা হয়। সেই মামলারই তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।