শেষ আপডেট: 12th November 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে ভোট রয়েছে। তার ঠিক আগে দুই রাজ্যর একাধিক জায়গায় হানা দিল ইডি। বাংলাদেশ সীমান্ত থেকে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সেই টাকা দুই রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার প্রেক্ষিতেই নানা জায়গায় মঙ্গলবার অভিযান চালিয়েছে ইডি।
পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম সহ বনগাঁ, ব্যারাকপুরের মতো অঞ্চলে ইডি অভিযান হয়েছে। নির্বাচনের আগে অবৈধ অনুপ্রবেশ এবং অর্থ পাচার আটকাতেই এই অভিযান চালানো হয়েছে। দুই রাজ্য মিলিয়ে প্রায় ১৭টি জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। তার মধ্যে পশ্চিমবঙ্গেই ১২টি জায়গায় গেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুপ্রবেশকারী ইস্যুতে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তেই এই অভিযান চালানো হয়েছে বলে সূত্রের খবর।
মধ্যমগ্রামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন মহিলাকে কাজের লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে তিনি এ দেশে এনেছিলেন। তারপর তাঁদের অসাধু কাজে যুক্ত করা হয়েছিল। তাঁদের কয়েকজনই কোনও রকমে পালিয়ে ঝাড়খণ্ডে যান এবং সেখানের একটি থানায় অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতেই তদন্ত শুরু করেছে ইডি। মঙ্গলবার মধ্যমগ্রামের ওই মহিলার বাড়িতেও যান গোয়েন্দারা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সন্দেহ বাংলাদেশ থেকে ভারতে লোক ঢুকিয়ে আদতে মোটা অঙ্কের বেআইনি টাকা লেনদেন করা হচ্ছে। হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করানো হচ্ছে। এই গোটা চক্রের সঙ্গে কারা জড়িত দ্রুত তাদের গ্রেফতার করতে তৎপরতা দেখাচ্ছে ইডি।
সোমবারই ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ দাবি করেছিলেন, অনুপ্রবেশকারীরা দেশের মহিলাদের বিয়ে করে জমি দখল করছে। শাহের এই মন্তব্যে নরেন্দ্র মোদীর বক্তব্যেরই ছায়া দেখা গেছে। কারণ কিছুদিন আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কার্যত এমনই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।