শেষ আপডেট: 28th February 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান এখন জেলে। গত বছর সেপ্টেম্বরে মোবাইল গেমিং অ্যাপ ই-নাগেটস কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছিল শহরে। আমির খানের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের একবার সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ভবানীপুর এলাকার এক বস্তিতে (Bhawanipore Slum Area) তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি (ED Raid)।
ইডি সূত্রে খবর, ভবানীপুরের অনেকের অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) লেনদেন হত। তদন্তকারীদের দাবি, মূলত নিম্নবিত্তদের নিশানা করা হত, এই জালিয়াতি কাণ্ডে। এই ঘটনায় কাদের কাদের অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে সেটার সন্ধানই করছে ইডি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগে শহরের একাধিক এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। সেই অভিযানে ইডি জানতে পারে, গার্ডেনরিচের ব্যবসায়ী এনএ খানের ছেলে আমির ই-নাগেটস নামের একটি মোবাইল গেমিং অ্যাপ চালু করেছিলেন। তা থেকেই লুঠ করেছেন কোটি কোটি টাকা। প্রথমে অল্প টাকা ওয়ালেটে জমা করে দিয়ে টোপ দেওয়া, তারপর ফাঁকা করে দেওয়ার কৌশল।
ইডি সেদিনের অভিযানে ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল আমিরের বাড়ি থেকে। তারপর থেকে তাঁকে জেরা করে ইডি হাতে পেয়েছে একাধিক নতুন নতুন তথ্য। সেই তথ্যের সূত্র ধরেই পরে গ্রেফতার হন আমির ঘনিষ্ঠ রুমেন আগরওয়াল। তাঁর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়। পরে এই কাণ্ডে আরও গ্রেফতারি করেছে ইডি।
মঙ্গলবার মোবাইল গেম অ্যাপ প্রতারণা কাণ্ডে পিজি হাসপাতালের পিছনের দিকে এক বস্তিতে অভিযান চালায় ইডি। সূত্রে খবর, এই এলাকা থেকেই কিছু ক্রিপ্টোকারেন্সি লেনদেনের খোঁজ মিলেছে। ইডি সূত্রে আরও খবর, ভবানীপুরের অঙ্কিত শা নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দেয় ইডি। যদিও এই অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে কিছু উঠে এসেছে কিনা তা জানা যায়নি।
মমতার সঙ্গে আমার সম্পর্ক গঠনমূলক সহযোগিতার, আমি ভাল আছি: রাজ্যপাল