শেষ আপডেট: 30th July 2024 13:54
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরই রাজ্যে আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর পর তল্লাশি অভিযানে তৎপরতা বাড়িয়েছে ইডিও। মঙ্গলবার রাজ্যের অন্তত ১০টি জায়গায় হানা দিয়েছে ইডির একাধিক টিম। তবে এদিন তাদের বিশেষ নজর ছিল রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের দিকে।
মঙ্গলবার বারিকের রাজারহাটের বাড়ি, তাঁর বাড়ির পাশের একটি রাইস মিলসহ, বারাসত, বসিরহাটের একাধিক ঠিকানায় চলেছে তল্লাশি অভিযান। এর আগে সোনা পাচার, গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। ২০১৪ সালে সোনা পাচার মামলায় গ্রেফতারও হন তিনি। এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়িয়েছে তাঁর। এদিন রাজারহাট নিউটাউনে একটি আবাসনের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা দুটি বিলাসবহুল গাড়িতেও চালানো হয় তল্লাশি।
অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের এক আত্মীয়র বাড়িতেও তল্লাশি চালায় ইডি। দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে হানা হয়। তাছাড়া মুকুল রহমানের রাইস মিলেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি, মঙ্গলবার ভাঙড়ের চালকলেও হানা দিয়েছে ইডি। তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে হয় এই তল্লাশি অভিযান।
রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। মঙ্গলবার অন্তত ইডির ৪০টি দল সিআরপিএফ এবং বিএসএফ নিয়ে এই তল্লাশি অভিযান চালিয়েছেন।