শেষ আপডেট: 10th December 2024 12:27
দ্য ওয়াল ব্যুরো: দরজা খুলতেই বাসিন্দাদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। হলটা কী!
ঘটনাস্থল, বর্ধমানের লস্করদিঘি এলাকা। খোঁজ নিয়ে বাসিন্দারা জানতে পারলেন, এলাকার হাসান আলির বাড়িতে হানা দিয়েছে ইডি-র আধিকারিকরা।
এর আগে সাত সকালে টিভির পর্দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি অভিযান দেখেছেন বাসিন্দারা। তা বলে ছাপোষা দর্জির বাড়িতে ইডির হানার কথা কেউই মনে করতে পারছেন না।
ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। লোকমুখে হাওয়ার চেয়েও বেশি গতিতে ছড়িয়েছে, দর্জির বাড়িতে ইডি হানার খবরও। তা দেখতে কৌতূহলী মানুষজন ভিড় করছেন লস্করদিঘি এলাকায়। জটলা থেকে উঠে আসছে নানা বিধ আলোচনাও।
দর্জির বাড়িতে ইডি হানা কেন? তবে কি কাপড় সেলাইয়ের আড়ালে অন্য কোনও কারবারের সঙ্গে যুক্ত হাসান আলি? কানাঘুঁষো নানা মন্তব্য উঠে আসছে বাসিন্দাদের আলোচনায়। তবে এ ব্যাপারে অফিসিয়ালি ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি।
জানা যাচ্ছে, এদিন সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চকবড়ালির মধ্যপাড়া এলাকাতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। সেখানে জলিল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।