শেষ আপডেট: 13th September 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে তৎপরতা দেখিয়েছে ইডি। এরই মধ্যে আবার রেশন দুর্নীতির তদন্ত নিয়েও সক্রিয়তা বাড়াল তাঁরা। শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে শুরু করে চালকল, সব জায়গায় গেছেন ইডির আধিকারিকরা।
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া নিয়ে মোট ৭টি জায়গায় হয়েছে ইডির তল্লাশি অভিযান। সূত্রের খবর, কল্যাণীতে বাকিবুর রহমানের চাল এবং আটা কলেও অভিযান চালিয়েছে ইডি। বাকিবুরের নাম এই মামলার সঙ্গে আগেই জড়িয়েছে। পাশাপাশি গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের 'ঘনিষ্ঠ' কয়েকজনের বাড়িতেও আলাদাভাবে তল্লাশি চালানো হয়েছে।
দক্ষিণ কলকাতার একটি আবাসন, জয়নগরের এক রেশন ডিলারের গুদাম, বাসন্তীর একটি চালের গুদাম, কল্যাণীতে খাদ্য পরিদর্শক কালমা হেমব্রমের বাড়িতে শুক্রবার সকালে গেছে ইডির চার সদস্যের দল। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে খবর। পাশাপাশি তাঁর বাড়ির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে তাঁরা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় একটি সমবায় ব্যাঙ্কে অভিযান করেছে ইডি। বারাসতের একটি সরকারি আবাসনেও তল্লাশি করা হয়েছে।
গত মাসেই রেশন দুর্নীতি মামলায় ধৃত অন্যতম তিন অভিযুক্তর জামিন মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। এরা হলেন, চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনজনেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনজনের জামিন মঞ্জুর হতে বিভিন্ন মহল থেকে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি এরপরে একই যুক্তিতে জামিন পেতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিকও? কারণ একই অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।