শেষ আপডেট: 1st April 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে নিতে তৎপর ইডি। শনিবার বসিরহাট সংশোধনাগারে গিয়ে তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে তাঁরা। সোমবার তাঁকে হেফাজতে নেওয়া দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, সোমবারই বিকেলের মধ্যে শাহজাহানকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতার বিশেষ ইডি আদালত।
শনিবার বসিরহাট আদালতে ইডি আবেদন জানিয়েছিল, শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চায়। জেলে দীর্ঘক্ষণ জেরার পরই শেখ শাহজাহানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্য শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। সোমবার বিশেষ ইডি আদালতে তাঁরা দাবি করেছে, তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করছেন শাহজাহান। কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে।
সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে তাঁকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তারপরই শাহজাহানকে গ্রেফতার করে ইডি। গত ১ মাসে তৃতীয়বার গ্রেফতার হল শেখ শাহজাহান। ২৯ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর আদালতের নির্দেশে সিবিআই তাঁকে গ্রেফতার করেI এবার ইডির হাতে গ্রেফতার হল সন্দেশখালির তৃণমূল নেতা।
শাহজাহানের বিরুদ্ধে ইডির অভিযোগ, দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। আরও ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে। কিন্তু জেলে জেরার সময়ে শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিচ্ছেন না। তাই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন।