শেষ আপডেট: 13th March 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: রোদে, জলে নষ্ট হচ্ছে সন্দেশখালির (Sk Shahjahan) বাঘের তিন তিনটে বিলাসবহুল গাড়ি! একটি হুডখোলা জিপ, অন্য দুটি এসইউভি!
রেশন দুর্নীতি মামলা (ration corruption case) এবং সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali incident) এক বছরের বেশি সময় গরাদে আটকে রয়েছেন সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহাজাহান। তখন থেকেই সিজিও কমপ্লেক্সের চৌহদ্দির মধ্যে রয়েছে শাহজাহানের বিলাসবহুল ওই তিনটি গাড়ি।
সূত্রের খবর, শাহজাহানের ওই তিনটি গাড়ি বিক্রি করে সেই টাকার সদ্ব্যবহারের জন্য বুধবার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
আদালতে ইডির দাবি, রেশন দুর্নীতির টাকাতেই ওই গাড়ি গুলি কেনা হয়েছিল। অনাদরে সেগুলি নষ্ট হচ্ছে। তাই ওই গাড়ি বিক্রি করে ওই টাকা ভাল কাজে ব্যবহার করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালত আবেদন গ্রহনও করেছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। স্বভাবতই, বিচারক কী রায় দেন,. তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।
গত বছরের শুরুতে রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের খোঁজে গিয়ে মার খেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তবে এক মাসের ব্য়বধানে সেই সন্দেশখালিতেই শাহজাহান এবং তাঁর দলবলের বিরুদ্ধে নারী নির্যাতনু-সহ একাধিক অবিযোগ সামনে আসে। আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নেমে সিবিআই ও ইডি। টানা ৫৫ দিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে। পরে তাকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তদন্তে নেমে সে সময় শাহজাহানের তিনটি গাড়ি-সহ বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। এবার সেই গাড়িগুলি বিক্রির জন্য আদালতে আবেদন জানাল ইডি। এখন দেখার মামলার শুনানিতে এ বিষয়ে শাহজাহানের আইনজীবী আদালতে কী বলেন।