শেষ আপডেট: 30th March 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে আরও চাপ বাড়ল শেখ শাহজাহানের। যে কোনও দিন জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, শনিবার এই নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। আর আদালতের নির্দেশের পরই বেলা ১টার খানিক আগে শাহজাহানকে জেরা করতে জেলে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন বেলা ১১টা নাগাদ ইডির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট আদালতে এসে পৌঁছেন। কী কারণে জেরা করতে চাইছেন, সেই সংক্রান্ত নথি আদালতে জমা দেন তদন্তকারীরা। একই সঙ্গে আদালতকে ইডি জানায়, দেশের সরকারি অর্থ তছরুপ করে বিদেশে পাচার মামলায় প্রায় ৩১ কোটি ২০ লক্ষ টাকা এ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে । আরও ১২ কোটি ৭৮ লক্ষ টাকার হদিস মিলছে।
সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালির 'ডন'কে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি কর্তারা। আদালতের নির্দেশে, ঘটনার তদন্তে নেমে পুলিশি হেফাজত থেকে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এরপরই তদন্তে নেমে শাহজাহানের দুটি গাড়ি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সামনে আসে শাহজাহানের বিপুল সম্পত্তিও।
সূত্রের খবর, ওই বিপুল সম্পত্তিরই সূত্র ধরেই শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলা আগেই রুজু করেছে ইডি। ইডির নজরে রয়েছে শাহজাহানের নামাঙ্কিত মার্কেট এবং ধামাখালির একটি মাছ বাজারও। মাছের ব্যবসা থেকে শাহজাহান কীভাবে ফুলে ফেঁপে উঠেছেন, সেটাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা। সেই সূত্রেই এবার শাহজাহানকে জেরা করতে তৎপর ইডি।
এদিন পাঁচ ঘণ্টা জেরা করার পর বসিরহাট উপ সংশোধনাগার থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে গেলেন। যদিও সাংবাদিকদের প্রশ্নের কোন জবাব দেননি তাঁরা।